পাটনা: লোকসভা নির্বাচনে প্রার্থীদের খরচের হিসেব রাখতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ভোটের কাজে ব্যবহৃত সব চার্টার্ড বিমান ও হেলিকপ্টারের বিষয়ে তথ্য জানাতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
সূত্রের খবর, বিমানবন্দরটি যে জেলায় অবস্থিত, সংশ্লিষ্ট জেলা নির্বাচনী অফিসারদের (ডিইও) এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর জন্য এটিসির দায়িত্বে থাকা কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ সংশ্লিষ্ট সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকী প্রতিটি চার্টার্ড বিমান, হেলিকপ্টার এবং ব্যাগেজে তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে। আয়কর দপ্তরও ১০ লক্ষের উপর সন্দেহভাজন লেনদেনের বিষয়েও সজাগ রয়েছে। নগদে লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।