Aajbikel

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন হীরাবেন, শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন প্রধানমন্ত্রীর মা

 | 
মোদী হারীবেন

আমদাবাদ: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বৃহস্পতিবার গুজরাত সরকারের তরফে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এমনই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- এক ধাক্কায় পারদ নামল ৬ ডিগ্রি! রাজ্যজুড়ে শীতের আমেজ, কত দিন থাকবে ঠান্ডা?


গত মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শতায়ু হীরাবেন৷ বয়সজনিত কারণেই এই অসুস্থতা৷ তাঁকে ভর্তি করাতে হয় আমদাবাদের একটি হাসপাতালে। তবে মোদীর মা কেমন আছেন, কী কী সমস্যা রয়েছে তাঁর, সে বিষয়ে বিশদে কোনও তথ্য জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এদিন জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷ হীরাবেনের স্বাস্থ্য সংক্রান্ত খবর দেয় গুজরাত সরকার। বৃহস্পতিবার সকালে রাজ্য সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আগামী দু’-তিন দিনের মধ্যেই তাঁকেহাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।’’

গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘হীরাবেনের শারীরিক অবস্থা এখন ভাল আছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন৷  দু’-একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল ছুটি দেওয়া হবে।’’ বুধবার রাত থেকেই হীরাবেন স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছেন বলেও সরকারের তরফে জানানো হয়েছে৷ 

এদিকে, মায়ের অসুস্থতার খবর পেয়েই বুধবার বিকেলে দিল্লি থেকে গুজরাতে এসে পৌঁছন নমো। প্রায় এক ঘণ্টা মায়ের কাছে ছিলেন তিনি৷ এর পর ফিরে আসেন দিল্লিতে৷ 

Around The Web

Trending News

You May like