Aajbikel

হঠাৎ অসুস্থ নরেন্দ্র মোদীর মা, আমদাবাদের হাসপাতালে ভর্তি করানো হল হীরাবেনকে

 | 
মোদী

আমদাবাদ: হঠাৎ অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হীরাবেনের বয়স হয়েছে ৯৯ বছর। মঙ্গলবার রাত থেকে  শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন- তুনিশার পর লীনা! বাড়ির বারান্দা থেকে উদ্ধার ইনস্টা তারকার ঝুলন্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

চলতি বছর জুন মাসেই ৯৯ বছরে পা দিয়েছিলেন নমোর মা৷  বুধবার সকাল থেকেই তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমান গুজরাত বিজেপির একের পর এক নেতৃত্ব। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে হীরাবেনকে।

আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন হীরাবেন। বুধবার সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে প্রধানমন্ত্রীর মায়ের অসুস্থতা সম্পর্কে আর কোনও তথ্য হাসপাতালের তরফে প্রকাশ করা হয়নি৷ 

প্রধানমন্ত্রীর জীবনে তাঁক মায়ের বিশেষ স্থান রয়েছে৷ প্রায়ই গুজরাতে দেখা করতে যান নমো। তাঁদের একসঙ্গে একাধিক ছবি সমাজমাধ্যমে রয়েছে। গত জুন মাসেই মায়ের ৯৯ তম জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে নিজ রাজ্যে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিকে, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েছিল প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। কর্নাটকের মাইসুরুতে দুর্ঘটনাটি ঘটে৷ সেই সময় প্রহ্লাদ ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, পুত্র,পুত্রবধূ এবং নাতি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ওই দিন রাতেই অসুস্থ হয়ে পড়লেন হীরাবেনও৷

Around The Web

Trending News

You May like