প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড বাণিজ্যনগরি, মৃত ৩২

মু্ম্বই : প্রবল বর্ষণে লন্ডভন্ড মু্ম্বই। এপর্যন্ত কম করেও ৩২ জনের মৃত্যুর খবর এসেছে৷ মালাদ ইস্টে দেওয়াল ভেঙে মারা গিয়েছেন ২২ জনের৷ থানের কল্যাণে স্কুলবাড়ির দেওয়াল ভেঙে তিন বছরের এক শিশু সহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বন্ধ বেশিরভাগ ট্রেন চলাচল। প্রধান রানওয়ে জলমগ্ন হওয়ায় উড়ছে না বিমান। ৫৪টি উড়ান অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া

প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড বাণিজ্যনগরি, মৃত ৩২

মু্ম্বই : প্রবল বর্ষণে লন্ডভন্ড মু্ম্বই। এপর্যন্ত কম করেও ৩২ জনের মৃত্যুর খবর এসেছে৷ মালাদ ইস্টে দেওয়াল ভেঙে মারা গিয়েছেন ২২ জনের৷ থানের কল্যাণে স্কুলবাড়ির দেওয়াল ভেঙে তিন বছরের এক শিশু সহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বন্ধ বেশিরভাগ ট্রেন চলাচল। প্রধান রানওয়ে জলমগ্ন হওয়ায় উড়ছে না বিমান। ৫৪টি উড়ান অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

মুম্বইয়ে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয় মু্ম্বই, মুম্বই সাবার্ব এবং থানেয়। বাসিন্দাদের বলা হয়েছে বাইরে না বেরোতে। নামানো হয়েছে নৌবাহিনীকে। এক দশকের সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে বাণিজ্য রাজধানীতে। সর্বত্র রাস্তায় জল দাঁড়িয়েছে। ব্যাহত যান চলাচল। আজ বুধবারও এরকম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *