কলকাতা: বাংলা থেকে বিদায়ের পথে শীত৷ তবে উত্তর ভারতে এখনও ধুন্ধুমার ব্যাটিং চালাচ্ছে কনকনে শীতল হাওয়া। শুরু হয়েছে তুষারপাতও৷ সোমবার উত্তরের তিনটি রাজ্যে ভারী বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে। জম্মু-কাশ্মীরে তুষারধসের সকর্কতাও জারি করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, সোমবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হতে পারে ভারী তুষারপাত। তিন রাজ্যে কমলা সতর্কতাও জারি করেছে দিল্লির মৌসম ভবন। এ ছাড়াও বলা হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে তুষারপাত হবে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায়।রবিবার প্রবল তুষারপাতের জেরে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ব্যহত স্বাভাবিক জনজীবন। বাতিল করা হয়েছে বেশ কিছু বিমান।