Aajbikel

বন্যা-বৃষ্টির তাণ্ডবে ছারখার উত্তরের রাজ্য, অপরদিকে দক্ষিণে তাপপ্রবাহের পরিস্থিতি!

 | 
গরম

নয়াদিল্লি: উত্তর ভারতের বেশির ভাগ রাজ্যে এখন বন্যা, বৃষ্টির কবলে। শেষ কয়েক সপ্তাহ ধরে ব্যাপক তাণ্ডব চলছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্যে। মানুষের মৃত্যুর খবরও এসেছে। কিন্তু অপরদিকে দক্ষিণের রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে, একই দেশের দুই প্রান্তে দু'রকম আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কৌতূহল বেড়েছে আবহবিদদের মধ্যে। 

একাধিক বাড়ি, রাস্তা ভেঙে অর্ধেক চলে গিয়েছে জলের তলায়, জায়গায় জায়গায় আটকে বহু পর্যটক, চারিদিকে হাহাকার, মৃত্যু। এমনটাই দৃশ্য আপাতত উত্তরের বেশ কিছু রাজ্যে। মূলত হিমাচল এবং উত্তরাখণ্ডের পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। বর্ষার মরসুমের শুরু থেকেই বৃষ্টি এবং বন্যার জন্য রীতিমত ধুঁকছে এই দুই রাজ্য। পাল্লা দিয়ে ধসের ঘটনা বাড়ায় উৎকণ্ঠা আরও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর ঠিক উল্টো চিত্র ধরা পড়ল দক্ষিণ ভারতের কেরল রাজ্যে। সেখানে প্রায় ১৪ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, কেরলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে জারি হয়েছে বেশ কিছু সতর্কতা। 

মৌসম ভবন জানাচ্ছে, কেরলের ১৪টি জেলায় প্রবল গরমের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর থেকে রাজ্যবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোনও কোনও জায়গায় ৩৭ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত হয়েছিল তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি কেরলের জন্য। তবে বলা হয়েছে, আগামী মাসে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।

Around The Web

Trending News

You May like