হিথরো: ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে একের পর এক দেশ যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে চলেছে৷ এবার ভারত থেকে কোনও অতিরিক্ত বিমানকে সেখানে ঢোকার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিল ব্রিটেনের হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ৷ একটি বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দর কর্তৃপক্ষ। যে সব দেশে করোনা ভাইরাসের মতো মারণ সংক্রমণ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, তাদের একটি লাল তালিকা তৈরি করেছে ব্রিটেন৷ সেই তালিকায় নাম রয়েছে ভারতের৷ আর সেই কারণেই ভারত থেকে অতিরিক্ত বিমান ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ৷
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতে প্রায় ১০০টি প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে৷ ভারতকে লাল তালিকাভুক্ত করা প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘ভারতকে লাল তালিকাভুক্ত করে আমরা খুবই কঠোর সিদ্ধান্ত নিয়েছি৷ যাঁরা ব্রিটেনের বাসিন্দা নন অথবা আইরিস নন এমন নাগরিকরা যদি বিগত ১০ দিন ভারতে থাকেন তাঁরা ব্রিটেনে ঢুকতে পারবেন না ৷’ এর আগে বিবিসির তরফেও একই খবর জানানো হয়েছিল যে, ভারতের কোনও অতিরিক্ত বিমান হিথরো বিমানবন্দরে ঢোকার অনমুতি দেওয়া হবে না৷
ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে৷ তার মধ্যেই অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে বেশ কয়েকটি রাজ্যে৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র ৷ পাশাপাশি ১মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা টিকা দেওয়ার কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এখনই দেশে পূর্ণ লকডাউন করা না হলেও, রাজ্যগুলি নিজেদের মতো করে কিছু সময়ের জন্য বা এলাকাভিত্তিকভাবে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের লাল তালিকাতেও রয়েছে ভারতের নাম। দেশের নাগরিকদের এই সময়ে ভারতে কোনওভাবেই না যেতে বলে দিয়েছে বাইডেন সরকার।