নয়াদিল্লি: চলতি বছর অস্বাভাবিক গরম পড়েছে তা হলফ করে বলা যায়। শেষ কোন বছর এত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তাও আবার লাগাতার কয়েক দিন ধরে তা মনে করতে হবে। উষ্ণতার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে চলেছে তাপপ্রবাহ। সময়ে সময়ে এই বিষয়টি স্বাভাবিক হয়ে গিয়েছে বটে কিন্তু এতে যে বিরাট ক্ষতি হচ্ছে তাও অস্বীকার করা যায় না। এই তাপপ্রবাহ নিয়েই এবার বড় আশঙ্কার কথা শোনাল নয়া একটি রিপোর্ট। ভারতের পক্ষে আগামী দিন খুব একটা ভালো যাবে না।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এই বিষয় নিয়ে একটি গবেষণা করেছে। তার রিপোর্টে বলা হচ্ছে, ভারতের ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাপপ্রবাহের শিকার হতে চলেছেন। আর ২০৫০ সালের মধ্যে দেশের অন্তত ৩০ লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে তাপপ্রবাহে। ২১০০ সালের মধ্যে এই একই কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও নিম্নগামী হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রিপোর্ট আরও বলছে, আগামী বেশ কয়েক বছরের মধ্যেই মানুষের মধ্যে শ্বাসকষ্টের প্রবণতা বাড়বে, এমনকি মৃত্যুও হতে পারে। ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে সবথেকে আগে পড়বে দিল্লি। এছাড়া মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু নিয়েও চিন্তা থাকবে দারুণভাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হেলে পড়ছে বিশ্বের উচ্চতম শিবমন্দির!মন্দিরের চূড়া থেকে স্থাপত্য বেঁকে যাচ্ছে নির্দিষ্ট একদিকে” width=”853″>
চলতি বছর মার্চ মাসের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। এপ্রিল মাসেই তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে চলে গিয়েছে। শুধু ভারত বলে নয়, বিশ্বের অন্যান্য একাধিক দেশেও চলতি বছর লাগামহীনভাবে তাপমাত্রা বেড়েছে। এই নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই সময়ে আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। বিজ্ঞানী এবং গবেষকদের একাংশের বক্তব্য, ২০২৩ সালে না হলেও ২০২৪ সালে পৃথিবীর তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাবে। আর এর মূল কারণ ‘এল নিনো’।