বাবার শেষবিদায়ে আবেগঘন আবেদন প্রণব-কন্যা শর্মিষ্ঠার

বাবার শেষবিদায়ে আবেগঘন আবেদন প্রণব-কন্যা শর্মিষ্ঠার

নয়াদিল্লি:  সামাজিক জীবন যত জনপ্রিয়ই হোক না কেন, পারিবারিক জীবনে বাবা মেয়ের সম্পর্কের রসায়ন সবসময় চিরাচরিত থাকে। কিছু ব্যতিক্রম থাকলেও থাকতে পারে কিন্তু প্রণব মুখোপাধ্যায় কখনই সেই ব্যতিক্রমের পথে থাকেননি। পারিবারিক সম্পর্কগুলি তাঁর কাছে বরাবরই বড্ড প্রিয় হয়ে থেকেছে। পুত্র কন্যাদের প্রতি তাঁর অপত্য স্নেহ কোনওদিনই কম ছিল না। এহেন বাবাকে বিদায় জানানোর আগে হৃদয়মথিত করা পোস্ট দিলেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের উদ্ধৃতি ধার করে সেই বার্তায় বাবার উদ্দেশে নিজের শেষ শ্রদ্ধা জানিয়েছেন মেয়ে।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এক সপ্তাহ ধরে কোমায় থেকে অবশেষে ৮৪ বছর বয়সে জীবনাবসান হল প্রাক্তন রাষ্ট্রপতির। পরীক্ষার পর তাঁর করোনা পজিটিভ রিপোর্টও আসে। ফুসফুসে সংক্রমণ ও কিডনিতে জটিলতার জন্য গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল।

টুইটে শর্মিষ্ঠা লেখেন, সবারে আমি প্রণাম করে যাই। বাবা, এই স্বাধীনতাটুকু নিচ্ছি যাতে তোমার প্রিয় কবির কথাতেই তোমার শেষ বিদায় সবাইকে জানাতে পারি। দেশের ও দশের সেবায় তুমি একটি পরিপূর্ণ এবং অর্থবহ জীবনযাপন করেছো। তোমার মেয়ে হিসেবে জন্মগ্রহণ করতে পেরে আমি ধন্য। বাবার পদাঙ্ক অনুসরণ করেই কংগ্রেসেই যোগ দেন মেয়ে শর্মিষ্ঠা।

কয়েকদিন আগেই শর্মিষ্ঠা উল্লেখ করেন গতবছর এই সময়েই দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর টুইট করে জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। আর্মির আরআর হাসপাতাল যেখানে তিনি ১০ অগাস্ট ভর্তি ছিলেন এবং অস্ত্রোপচারের পর থেকে ভেন্টিলেশনে ছিলেন। সকালে হাসপাতাল থেকে জানানো হয় তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে গেছে এবং চিকিৎসকদের একটি দল তাকে স্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এরপরেই অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর বাবার জন্য প্রার্থনা করতে সকলের কাছে আবেদন জানান। সারাদিন ধরে টানাপোড়েনের পর শেষ অবধি শোকের খবর এসে পৌঁছায়। শোকবার্তা ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =