করোনা মুক্ত দম্পতি, হাততালি দিয়ে অভ্যর্থনা প্রতিবেশীদের

করোনা মুক্ত দম্পতি, হাততালি দিয়ে অভ্যর্থনা প্রতিবেশীদের

পুনে: সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে৷ করোনায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন কেরল ও মহারাষ্ট্রের বাসিন্দারা৷  মহারাষ্ট্রে কেরলে আক্রান্তের খবরের পাশাপাশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্তের জেরে সব থেকে বেশি মৃত্যু হয়েছে৷  এই আতঙ্কের মধ্যেও মন ভালো করা খবরে কিছুটা স্বস্ততি পেতে শুরু করেছেন দেশবাসী৷   মহারাষ্ট্রের প্রথম করোনায় আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন৷

এই পরিস্থিতির মধ্যে মন ভালো করা খবর প্রকাশ পেয়েছে৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত দুই রোগী সুস্থ হয়ে উঠেছেন৷ তাঁরা পুনের বাসিন্দা৷ অ্যাম্বুল্যান্সে করে বাড়ি পাঠানো হয়৷  দেশের বিভিন্ন অংশের চিত্রের থেকে  একদম আলাদা চিত্র দেখলেন ওই দম্পতি৷  সোশ্যাইটির বাসিন্দারা হাততালি দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন৷ প্রতিবেশীদের ব্যবহারে আপ্লুত দম্পতি৷ তাঁরা জানিয়েছেন এই ধরনের অভ্যর্থনা তাঁরা কল্পনাও করতে পারেননি৷

করোনা আক্রান্তের থেকে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন৷  করোনা রুখতে লক ডাউন করা হয়েছে৷ মানুষ প্রশাসনের চাপে ও ভয়ে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন৷  পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে মানুষ চিকিৎসকদের ভরসা করতে পারছেন না৷ করোনা আক্রান্তদের মানুষ যেভাবে চিকিৎসা করছেন, অনেকেই তাঁদের ভগবানের সমান তুল্য করেছেন৷ আর অনেকেই মনে করছেন, তাঁরা শরীরে করোনা নিয়ে ঘরে  ঢুকছেন৷ তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে প্রতিবেশী বা বাড়িওয়ালা৷

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ ভারতে ছয় শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷  বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে  ইতিমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে৷ একজন শ্রীনগরের বাসিন্দা ও একজন মহারাষ্ট্রের বাসিন্দা৷ শ্রীনগরের করোনা আক্রান্ত ওই ব্যক্তির থেকে পরিবারের চার সদস্যের  কোভিড-১৯ পাওয়া গিয়েছে৷ অন্য দিকে মহারাষ্ট্রের এক মহিলা মঙ্গলবার রাতে মারা যান৷ তখনও করোনা রিপোর্ট আসেনি৷ করোনা রিপোর্ট বৃহস্পতিবার করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nineteen =