নয়াদিল্লি: বুধবার বিকেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা ডঃ মনমোহন সিং। তিনি এখন ভর্তি রয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স বা এইমসে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা কারণ জানা গিয়েছে তিনি ডেঙ্গুতে ভুগছেন। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান। তবে এই যাওয়া নিয়েই এখন প্রচণ্ড ক্ষুব্ধ মনমোহনের পরিবার। কারণ, স্বাস্থ্যমন্ত্রী নাকি ফটোগ্রাফার নিয়ে গিয়েছিলেন তাঁকে দেখতে।
মনমোহন কন্যা দামান সিং জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী দেখা করতে এসেছেন তাতে কোনও সমস্যা নেই। কিন্তু মন্ত্রীর সঙ্গেই তাঁর বাবার ঘরে একজন ফটোগ্রাফার ঢুকেছিলেন। এনিয়ে তাঁর মা বারণ করলেও সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। দামান জানান, তাঁর বাবা ও মার মানসিক অবস্থা একদম ভাল নয়। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা। তার মধ্যে এইভাবে ফটোগ্রাফার এনে দেখতে যাওয়া। তাঁর প্রশ্ন, তাঁরা কি চিড়িয়াখানার জন্তু যে এইভাবে ছবি তুলতে হবে। এই প্রেক্ষিতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মনমোহন সিংয়ের কন্যা। তিনি আরও জানিয়েছেন, তাঁর মা একাধিকবার বারণ করেছিলেন ফটোগ্রাফার নিয়ে না ঢুকতে, কিন্তু সেই বারণ শোনা হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসে ভ্যাকসিন নেওয়ার পরেও প্রাক্তন প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ হয়। তখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন যদিও কিছুদিনের মধ্যেই বাড়িতে ফিরে আসেন। এখন আবার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে মনমোহন সিংয়ের এবং তিনি কার্ডিও নিউরো টাওয়ারে প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন।