নয়াদিল্লি: গত বছরের শেষের দিক থেকে আবার দেশের করোনা পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঝে কিছুটা সংক্রমণ কম হলেও আবার দৈনিক আক্রান্তের সংখ্যা আতঙ্ক সৃষ্টি করছে ব্যাপকভাবে। কিছু রাজ্য বাদ দিয়ে অধিকাংশ রাজ্যের করোনা গ্রাফ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই আবহে একাধিক রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। করোনার কারণে এই বৈঠক হবে ভার্চুয়ালি।
আরও পড়ুন- মঙ্গল-বুধেও কিছু জেলায় বৃষ্ট! ঝঞ্ঝা কাটিয়ে ফের শুরু হবে শীতের ব্যাটিং
জানা গিয়েছে, ৯ রাজ্যের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, লাদাখ, উত্তর প্রদেশ ও চণ্ডীগঢ়। তবে এই প্রথম বার এমন বৈঠক করছেন না তিনি। এর আগে মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থান, গোয়ার মত রাজ্যের সঙ্গেও বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার বাকি রাজ্যে গুলির সঙ্গে আলোচনা করে পরবর্তী কোভিড পদক্ষেপ কী হতে পারে তাই নিয়েই ভাবনা-চিন্তা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে টিকাকরণ আরও দ্রুত হারে করার চেষ্টা করা হচ্ছে। কারণ একাধিক গবেষণা বলছে যে, টিকার কারণেই বেশির ভাগ মানুষ কোভিড আক্রান্ত হয়ে গুরুতর হচ্ছে না।
দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘প্রিকশন ডোজ’। টিকার হার অনেকটাই ভাল বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার। তবে কেউ করোনা আক্রান্ত হলে এই ডোজ নির্ধারিত সময় ছাড়া পাবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অন্য ডোজের মতই করোনা হলে প্রিকশন ডোজ ৩ মাসের মধ্যে নেওয়া যাবে না। করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর নেওয়া যাবে বুস্টার ডোজ। কেন্দ্র বলছে, একাধিক গবেষণায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে গেলে আগামী ৩ মাস ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই সময় টিকা নেওয়া কোনও অর্থ নেই। বুস্টার ডোজ নেওয়ার আগে কেউ করোনা আক্রান্ত হলে পরবর্তী ৩ মাস টিকা নিতে পারবে না।