রেল কর্মচারীদের জন্য সুখবর, ১৩ লক্ষ পরিবারকে বড় উপহার কেন্দ্রের

রেল কর্মচারীদের জন্য সুখবর, ১৩ লক্ষ পরিবারকে বড় উপহার কেন্দ্রের

 

নয়াদিল্লি: বেসরকারি প্রতিষ্ঠানের ধাঁচে এবার রেল কর্মচারী ও তাঁদের পরিবাকে চিকিৎসা সংক্রান্ত বিমার আওতায় আনতে চলেছে কেন্দ্র সরকার৷ নয়া এই সিদ্ধান্ত কার্যকর হলে রেলে কর্তরত প্রায় ১৩ লক্ষ কর্মী ও তাঁদের পরিবার চিকিৎসা সংক্রান্ত বিমার সুবিধা পাবেন৷ রেলের নিজস্ব হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালেরও এই সুবিধা পাওয়া যাবে৷ রেল কর্মচারীদের চিকিৎসা বিমার আওতায় আনতে চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে প্রস্তাব পাঠিয়েছে রেল বোর্ড৷ সেই প্রস্তাবে খুব দ্রত ছাড়পত্র দিতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার৷

তবে, এই পদক্ষেপ সরাসরি রেল কর্মচারী সুবিধা পেলেও থাকছে নয়া আশঙ্কা৷ নয়া এই ব্যবস্থা রেলের নিজস্ব হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালের উপর নির্ভরশীলতা বাড়াতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ আর যার জেরে রেলের হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কাও তৈরি হয়েছে৷ কেননা, হাসপাতাল থাকার পরও বিমার মাধ্যমে রেল কর্মচারীদের বেসকারি হাসপাতালমুখী করার ব্যবস্থা ঘিরে কর্মচারী মহলেই তৈরি হয়েছে আশঙ্কা৷

বর্তমানে অবসরপ্রাপ্ত ও কর্মতর রেল কর্মচারীদের হেলথ স্কিম বা আরইএলএইচএস রয়েছে৷ তার মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন তাঁরা৷ এবার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসেসের মাধ্যমে বেসরকারি চিকিৎসা পরিষেবার সুযোগ পারেন রেল কর্মী ও তাঁর উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা৷ বর্তমানে সারা দেশে মোট ১২৫টি রেলের হাসপাতাল রয়েছে৷ এছাড়া রেলের ৫৮৬টি হেলথ ইউনিট রয়েছে৷ তারপরও কর্মচারীদের বিমার মাধ্যের বেসরকারি পরিষেবার দিকে ঝোঁক বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ নয়া এই ব্যবস্থায় সরাসরি সুযোগ সুবিধা থাকলেও অদূর ভবিষ্যৎ নিয়ে সিঁদুরে মেঘের আশঙ্কা করছেন কর্মচারী মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *