জিভ যিনি দিয়েছেন আহারও তিনিই দেবেন, দিদির সম্মান রাখতে মরিয়া মদন

আজ বিকেল: অর্জুনের গড়ে মদন মিত্রকে প্রার্থী করে বাংলার নির্বাচনে একস্ট্রা ফোড়ন দিয়েছেন দিদি। অর্জুন সিংকে কাবু করতেই না এই চাল। তাইতো তাঁর গড়ে মদন মিত্রকে দিদি প্রার্থী করেছেন শুনেই ফোঁস করতে সময় নেননি এই প্রাক্তন তৃণমূল নেতা। তবে অর্জুন সিংয়ের বক্তব্যকে ধর্তব্যের মধ্যেই আনলেন না কামারহাটির জনপ্রিয় দাদা। বললেন, এখন আমি প্রার্থী মদন মিত্র।

জিভ যিনি দিয়েছেন আহারও তিনিই দেবেন, দিদির সম্মান রাখতে মরিয়া মদন

আজ বিকেল: অর্জুনের গড়ে মদন মিত্রকে প্রার্থী করে বাংলার নির্বাচনে একস্ট্রা ফোড়ন দিয়েছেন দিদি। অর্জুন সিংকে কাবু করতেই না এই চাল। তাইতো তাঁর গড়ে মদন মিত্রকে দিদি প্রার্থী করেছেন শুনেই ফোঁস করতে সময় নেননি এই প্রাক্তন তৃণমূল নেতা। তবে অর্জুন সিংয়ের বক্তব্যকে ধর্তব্যের মধ্যেই আনলেন না কামারহাটির জনপ্রিয় দাদা। বললেন, এখন আমি প্রার্থী মদন মিত্র। ২৩মে পর্যন্ত ফেসবুক লাইভে আসবেন না। দিদি তাঁকে সম্মান দিয়েছেন, তাই কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।

সাংবাদিকের বক্তব্যের জবাবে সাফ জানালেন, সারদা নারদা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি লড়ে যাবেন। জিভ যখন তিনি দিয়েছেন, আহারও তিনিই জোগাবেন। ব্যাট হাত ক্রিজে টিকে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়ে যে সম্মান দিয়েছেন, তা ভারত রত্নের শামিল।

উল্লেখ্য, দলের অন্য় নেতারা যাই বলে থাকুক না কেন মদন মিত্রকে প্রশ্রয়ের চোখেই দেখতেন দিদি মমতা। কিন্তু সারদা কেলেঙ্কারিতে সেই মদনের নাম জড়ালে দূরত্ব বাড়াতে শুরু করেন। জেলে থাকার সময় দল থেকে একঘরে করে দেওয়া হয় মদনবাবুকে। পরে নারদা কেসে স্টিং অপারেশনের ভিডিওতে মদনবাবুর টাকা নেওয়ার ছবি সামনে আসতেই গোটা বিষয়টি আরও ঘোরালো হয়ে ওঠে। একটা সময় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেলেন তিনি। তবুও দলের কোনও অনুষ্ঠানেই তাঁকে ডাকা হত না। সেই মদনকেই কি না সম্মান ক্ষার লড়াইতেবাজি ধরলেন মমতা, তখন তো ভাবতেই হচ্ছে তাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =