বেঙ্গালুরু: আশঙ্কা ছিলই৷ এবার সেটাই কার্যত বাস্তব হতে চলেছে৷ লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর এবার ইস্তফা দিলেন ১৪ বিধায়ক৷ ইস্তফার হিড়িকের জেরে রাজ্য সরকার টিকিয়ে রাখাটাই এখন দায় হয়ে পড়েছে এইচ ডি কুমারস্বামীর৷ বিপদে পড়তে চলছে বর্তমান কর্ণাটক সরকার৷ তবে, সরকার বিপাকে পড়লেও পদত্যাগী ১৪ বিধায়কের আমোদ-প্রমোদের জন্য করা হয়েছে বিশাল ব্যবস্থা৷
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ স্পিকার না থাকারণে এখনও ঝুলে রয়েছে ১৪ বিধায়কের পদত্যাগের বিষয়টি৷ মাঝে রবিবার ছুটি৷ সোমার বিষয়টি ফয়সলা করবেন স্পিকার৷ মাঝে ২৪ ঘণ্টা ১৪ বিধায়কের জন্য স্বর্গসুখের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে৷ আজ রাতেই বিধায়কদের গোয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ সমুদ্রের ধারে করা হয়েছে আমোদ-প্রমোদের ব্যবস্থা৷ ঠিক বাংলায় যেমন দলবদলের আগে নেতাদের ‘ট্রিপ’ দেওয়ার চল রয়েছে, ঠিক তেমন ব্যবস্থা করা হয়েছে৷ যদিও, এর আগে জোট সরকার ভাঙতে বিধায়কদের মাথায় দাম উঠেছিল ১০০ কোটি টাকা৷ এবারও কী সেই একই প্রস্তাব দেওয়া হয়েছে কি তা জানা না গেলেও গোয়ায় বিশাল আমোদ-প্রমোদেরের ব্যবস্থা ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷
BC Patil, Karnataka Congress MLA on Congress-JDS MLAs who submitted their resignations to the Speaker: MLAs are flying to Goa on a special flight. pic.twitter.com/W65A2Aogtu
— ANI (@ANI) July 6, 2019
আজ সকালে কংগ্রেস-জেডিএস জোট সরকার থেকে বেরিয়ে আসার ঘোষণা করেন ১১ কংগ্রেস ও ৩ জেডিএস বিধায়ক৷ ১৪ বিধায়ক এক যোগে দেন পদত্যাগপত্র৷ আর তার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে কুমারস্বামীর সরকার৷ ১৪ বিধায়কের ইস্তফাপত্র যদি গৃহিত হয়, তাহলে বিধানসভায় সদস্যসংখ্যা কমে হবে ১০০ জনে৷ মোট ২২৪ আসনে বিধানসভার সামগ্রিক শক্তি কমে হতে পারে ২১১টি আসন৷ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১০৬টি আসন৷ বিজেপির হাতে রয়েছে ১০৫ বিধায়ক৷
11 Karnataka Congress-JDS MLAs Mahesh Kumathalli, B C Patil, Ramesh Jarkiholi, Shivaram Hebbar, H. Vishwanath, Gopalaiah, Byrathi Basavaraj, Narayana Gowda, Munirathna, S.T. Somashekar & Pratap Gowda Patil are at the Raj Bhavan in Bengaluru. #Karnataka pic.twitter.com/VmHI3wATSk
— ANI (@ANI) July 6, 2019
Karnataka Congress in charge KC Venugopal is leaving for Bengaluru after 8 Congress & 3 JDS MLAs submitted their resignation https://t.co/yo7kaf69u2
— ANI (@ANI) July 6, 2019
বিধানসভার স্পিকারের কাছে ১৮ জন বিধায়ক তাঁদের ইস্তফাপত্র জমা দিচ্ছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷ বিধানসভা স্পিকার রমেশ কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি দপ্তরে নেই৷ কর্মীদের থেকে খবর পেয়েছেন৷ সোমবার বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন তিনি৷ অন্যদিকে, পদত্যাগ করতে চাওয়া ১১ বিধায়ক ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন৷
H Vishwanath: In Congress-JD (S) coalition government in Karnataka, 14 MLAs have resigned against the Government till now, We also met the Governor. We wrote to speaker to accept our resignation. Coalition Government did not meet the expectations of the people of Karnataka pic.twitter.com/e0hDXrpAIz
— ANI (@ANI) July 6, 2019
বৈঠক শেষে ১৪ জন বিধায়ক জানান, ‘‘আমরা ১৪ জন বিধায়ক এই সরকারে থাকতে চাইনা৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা বলে এসেছি৷ আমরা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, আমাদের ইস্তফা গ্রহণ করার জন্য৷ জোট সরকার কর্ণাটকের জনগণের প্রত্যাশা পূরণ করেনি৷ তাই আমরা ইস্তফা দিচ্ছি৷’’