আদৌ কি ‘ফাঁস’ হয়েছে জনমত সমীক্ষার ফলাফল? জবাব দিল ইন্ডিয়া টুডে গ্রুপ!

নয়াদিল্লি: এখনও বাকি শেষ দফার ভোটগ্রহণ৷ কিন্তু, তার আগেই সর্বভারতীয় ইংরেজি নিউ চ্যানেল ভুলবশত ‘ফাঁস’ এক্সিট পোলের ফলাফল৷ কয়েক মুহূর্তের ভাইরাল ভিডিও৷ আর ওই এক্সিট পোল যদি কোনও ইঙ্গিত হয়ে থাকে, তাহলে নরেন্দ্র-মোদি অমিত শাহদের কপালে চিন্তার ভাঁজ পড়বে৷ শেষ হাসি হাসতে পারেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়দের। গোটা দেশজুড়ে এক্সিট পোলের ‘ফলাফল’ ভাইরাল হতেই

24a5e73ed148601ae4a0fa268bee7f09

আদৌ কি ‘ফাঁস’ হয়েছে জনমত সমীক্ষার ফলাফল? জবাব দিল ইন্ডিয়া টুডে গ্রুপ!

নয়াদিল্লি: এখনও বাকি শেষ দফার ভোটগ্রহণ৷ কিন্তু, তার আগেই সর্বভারতীয় ইংরেজি নিউ চ্যানেল ভুলবশত ‘ফাঁস’ এক্সিট পোলের ফলাফল৷ কয়েক মুহূর্তের ভাইরাল ভিডিও৷ আর ওই এক্সিট পোল যদি কোনও ইঙ্গিত হয়ে থাকে, তাহলে নরেন্দ্র-মোদি অমিত শাহদের কপালে চিন্তার ভাঁজ পড়বে৷ শেষ হাসি হাসতে পারেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়দের। গোটা দেশজুড়ে এক্সিট পোলের ‘ফলাফল’ ভাইরাল হতেই মুখ খুলল ইন্ডিয়া টুডে গ্রুপ৷

বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক্সিট পোলের সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল দুনিয়ায় ছড়িয়ে পড়ে৷ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওটিতে দেখানো হয়, এনিডিএ ১৭৭টি ও ইউপিএকে পেতে পারে ১৪১টি আসন৷ অন্যান্য আঞ্চলিক দলগুলিকে মিলিতভাবে দেওয়া হয়েছে ২২৪টি আসন৷ ওই চ্যানেলের পক্ষ থেকে দেখানো হচ্ছিল, কীভাবে তারা নিখুঁত এক্সিট পোলের ফলাফল জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে৷ তখনই কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে ফুটে ওঠে সম্ভাব্য সমীক্ষার ফল৷ আর সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ নেট দুনিয়ায় ফলাফল ফাঁস হতেই চূড়ান্ত অস্বস্তিতে পড়ে পড়ে যায় সর্বভারতীয় ইংরেজি নিউ চ্যানেল  ইন্ডিয়া টুডে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ৷ ভুলের ব্যাখ্যাও দেওয়া হয়৷

আদৌ কি ‘ফাঁস’ হয়েছে জনমত সমীক্ষার ফলাফল? জবাব দিল ইন্ডিয়া টুডে গ্রুপ!

একটি প্রতিবেদন পেশ করে ইন্ডিয়া টুডে গ্রুপের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটির সঙ্গে তাদের করা সমীক্ষার কোনও মিল নেই৷ গ্রাফিক্স প্রকাশের জন্যের কিছু ডামি বা নকল নম্বর সাজানো হয়েছিল৷ এক্সিট পোলের অনুষ্ঠান সম্প্রচার করার প্রস্তুতি দেখানো হয়েছে মাত্র৷ এই সঙ্গে বাস্তবের কোনও যোগাযোগ নেই৷ নির্ধারিত সময়ে তারা তাদেক জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করবে৷ তবে, বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় চ্যানেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *