হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি, তুঙ্গে সেটিং তরজা!

চণ্ডীগড়: আশঙ্কা ছিল৷ এবার সেই আশঙ্কায় জল ঢেলে সেটিংটা হয়েই গেল৷ এবার হরিয়ানায় সরকার গঠনের পক্ষে জোরালো সওয়াল বিজেপির৷ হরিয়ানায় সরকার গড়তে প্রয়োজন ৪৬ বিধায়কের সমর্থন৷ বিজেপি জানিয়েছে, সাত নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছে৷ আর সেই কারণে হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজই সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের

চণ্ডীগড়: আশঙ্কা ছিল৷ এবার সেই আশঙ্কায় জল ঢেলে সেটিংটা হয়েই গেল৷ এবার হরিয়ানায় সরকার গঠনের পক্ষে জোরালো সওয়াল বিজেপির৷ হরিয়ানায় সরকার গড়তে প্রয়োজন ৪৬ বিধায়কের সমর্থন৷ বিজেপি জানিয়েছে, সাত নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছে৷ আর সেই কারণে হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজই সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের দরদারে আবেদন জানাবে বিজেপি৷ আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ দিতে পারেন মনোহরলাল খাট্টর৷ পাল্টা খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস৷

বিজেপির পক্ষে যায়নি হরিয়ানার জনতার ভোট৷ জানিয়েছেন কংগ্রেস নেতা অশ্বিনী কুমার৷ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, টাকা দিয়ে বিধায়ক কিনছে বিজেপি৷ গায়ের জোরে সরকার গঠন করছে বিজেপি৷ এটা হরিয়ানার মানুষের রায়ের বিপক্ষে৷ মানুষের মত বিজেপির বিরুদ্ধে গিয়েছে৷ জানিয়েছেন ভূপেন্দ্র সিং৷ হরিয়ানায় সরকার গঠনের রাস্তা সাপ বলে জানিয়ে বিজেপি৷

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে হরিয়ানায় সরকার গঠন করায় বিষয়ে আশা প্রকাশ করেছেন মনোহরলাল খাট্টর৷ জানিয়েছেন, সাত নির্দল-সহ আট বিধায়ক প্রার্থী বিজেপিকে সমর্থন জানাবে৷ ফলে, সরকার গঠনে আর বাধা থাকছে না বিজেপির৷

কী করবে জেজেপি? এখনও স্থির না হওয়ায় হাতের বাইরে বেরিয়ে গিয়েছে হরিয়ানায় সরকার গঠনের কংগ্রেসের সম্ভবনা৷ কেননা ফলাফল বলছে, জেজেপি যাকে সমর্থন করবে, সেই দল ক্ষমতা দখল করবে৷ কিন্তু আশ্চর্যজনকভাবে জেজেপি তরফে কংগ্রেসকে সমর্থন করার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এবার নির্দল বিধায়কদের দলে টেনে হরিয়ানা দখলের পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *