প্রকাশ্যে গোবর-গোমূত্র খেলেন এক ডাক্তার! ‘গুণ’ বোঝানোর তাগিদ

প্রকাশ্যে গোবর-গোমূত্র খেলেন এক ডাক্তার! ‘গুণ’ বোঝানোর তাগিদ

চণ্ডীগড়: বিজেপি দেশের ক্ষমতায় আসার পর গোমূত্র এবং গোবর নিয়ে চর্চা ও আলোচনা বেড়েছে বহুগুণ। প্রায় সময় বিজেপি নেতারা দাবি করে থাকেন যে ওই দুটিতে বিশাল উপকার। এমনকি বিভিন্ন রোগ নিরাময়ে হতে পারে গোবর এবং গোমূত্র দিয়ে, এই দাবিও করতে শোনা গিয়েছে বিজেপি নেতাদের। সেই নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি এবং মিম শেয়ার করা হয়। কিন্তু এবার প্রকাশ্যে গোবর এবং গোমূত্র খেয়ে তার ‘গুণ’ বোঝাতে চাইলেন এক ব্যক্তি, যিনি আবার একজন চিকিৎসক! এমনই ঘটনা ঘটেছে হরিয়ানায়।

আরও পড়ুন- পাহাড় থেকে হু হু নামছে জল! ধসের আতঙ্কে তিরুমালার মন্দিরে আটকে পড়া পুণ্যার্থীরা

অধিকাংশ মানুষ মনে করেন যে গোবর এবং গোমূত্র নিয়ে অন্ধবিশ্বাস রয়েছে। যদিও অনেকে আবার এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি খোঁজার চেষ্টা করেন। দ্বিতীয় ধরনের ব্যক্তিদের মধ্যে পড়েন হরিয়ানার এই ডাক্তার। সম্প্রতি ‘ভাইরাল হরিয়ানা’ নামক এক সংস্থার একটি লাইভ ভিডিওতে দেখা যায়, মনোজ মিত্তল নামের এক চিকিৎসক একটি গোয়াল ঘরে দাঁড়িয়ে রয়েছেন এবং তার হাতে রয়েছে গোবর। এই জিনিসের কত উপকার সেটার বর্ণনা দিচ্ছেন তিনি এবং এই বর্ণনা দিতে দিতেই অল্প পরিমাণে গোবর খেয়ে নিচ্ছেন ওই চিকিৎসক! এই ভিডিওতে তিনি আরো বলেন যে তার মা গোবর খেয়ে উপোস ভাঙতেন! এখানেই থেমে থাকেননি ওই চিকিৎসক। কিছুক্ষণ পরে তিনি আবার গরুর মূত্র পান করেন এক চুমুক। বলেন, গোমূত্র পান করলে রক্তচাপের সমস্যা সমাধান হয় এবং একই সঙ্গে শরীর বিশুদ্ধ হয়। এছাড়াও তিনি গোবর এবং গোমূত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো বলেন, শিশুদের স্বাভাবিক প্রসবের জন্য মহিলাদের গোবর খাওয়া উচিত। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছে এবং কার্যত তোলপাড় ফেলে দিয়েছে।

আরও পড়ুন- দীর্ঘ ১ বছরের আন্দোলন-লড়াই-কয়েকশো মৃত্যু, ফিরে দেখা কৃষক আন্দোলন

হরিয়ানার এই চিকিৎসকের ভিডিও দেখে কেউ কেউ বিশ্বাস করতে পারছেন না যে একজন ডাক্তার এইভাবে প্রকাশ্যে গোবর এবং গোমূত্র নিয়ে দাবি করতে পারেন। অনেকেই চিকিৎসককে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন যে তিনি কী ভাবে একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এইভাবে অন্ধ বিশ্বাস রাখতে পারেন। কেউ কেউ আবার মজা করে ভিডিও শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =