BREAKING: কৃষি বিলে মোদীর মন্ত্রিসভায় ‘বিদ্রোহ’! এনডিএ থেকে ইস্তফা শিরোমণি অকালির

BREAKING: কৃষি বিলে মোদীর মন্ত্রিসভায় ‘বিদ্রোহ’! এনডিএ থেকে ইস্তফা শিরোমণি অকালির

 

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত তিনটি কৃষি বিলের প্রতিবাদ করে এবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলে অকালি দলের৷ সরকার থেকে সরে এসে উস্তফা দিয়েছেন শিরোমণি অকালির হরসিমরত কৌর বাদল৷ আজ বৃহস্পতিবার লোকসভায় শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল জানিয়েছেন, তাঁরা সরকার থেকে ইস্তফা দেবেন৷ থাকবেন না সরকারে৷ মন্ত্রিসভা থেকে ইস্তফা খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল৷

ইস্তফা পত্রে হরসিমরত কৌর বাদল সাফ জানিয়ে দিয়েছেন, কৃষক বিরোধী সিদ্ধান্তের তাঁরা শরিক হতে পারবেন না৷ কেননা, তাঁরা চিরকাল কৃষকদের স্বার্থে আন্দোলন করে এসেছে৷ ফলে, কৃষরা তাঁদের বিশ্বাস করেন৷ দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষকরা৷ ফলে, কৃষকদের নিয়ে কোনও আপোষ করবে না শিরোমণি অকালি দল৷ এনডিএ সরকার থেকে ইস্তফা দিয়ে টুইটে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অকালি নেত্রী৷

মোদীর মন্ত্রিসভায় অকালি দলের একমাত্র সদস্য ছিলেন হরসিমরত কৌর বাদল৷ তাঁর ইস্তফার অর্থ হল মন্ত্রিসভা থেকে সরে এসে বিজেপির সঙ্গ ত্যাগ৷ কেন্দ্রের তিন কৃষি বিল নিয়ে নিজেদের আপত্তির কথা আগেই বিজেপি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিল অকালি দল৷ জেপি নাড্ডার সঙ্গে কথা হয় অকালি দলের৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি৷ কৃষি বিলে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ অকালি দলের৷ শুধু অকালি দল নয়, গোটা দেশের কৃষক সংগঠন কেন্দ্রের কৃষি বিল নিয়ে বিরোধিতা করেছে৷ দক্ষিণপন্থী সংগঠনগুলিও বলছে, কৃষকদের স্বার্থ সুনিশ্চিত না করে কোনও সংস্কার হতে পারে না৷ ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নিজেও কেন্দ্রের এই বিলের বিরোধিতা করেছেন৷ কংগ্রেসের তরফেও অবস্থান স্পষ্ট করা হয়েছে৷

গোটা দেশজুড়ে বিতর্কের মুখে পড়া ৩টি বিলের মধ্যে একটি বিলের লক্ষ্য, দেশের বর্তমান অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে বেশ কিছু কৃষিপণ্য মজুত রাখার ঊর্ধসীমা তুলে দেওয়া৷ তাতে যে কোনও ব্যক্তি ওই সমস্ত কৃষিপণ্য নিজের ইচ্ছে অনুযায়ী মজুত করতে পারবে৷ তাতে বাজারে ওই সমস্ত পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে৷ অন্য একটি বিলের লক্ষ্য, রাজ্যগুলিতে বর্তমানে কৃষিপণ্য বিপণন নিয়ে যে এপিএমসি আইন আছে তা দূর করে আন্তঃরাজ্য কৃষি পণ্যের বাণিজ্য অবাধ করা৷ তৃতীয় বিলটি বলা হয়েছে, রাজ্যগুলিতে চুক্তি ভিত্তিক চাষ ব্যবস্থাকে আইনসিদ্ধ করা৷ আর এই তিন বিল নিয়ে এবার অস্বস্তি বাড়াল কেন্দ্রের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 14 =