নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে লকডাউন সঙ্গে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরবর্তী ক্ষেত্রে অক্সিজেনের অভাব নিয়েও সুর চড়ান তিনি। এবার ভ্যাকসিনের ঘাটতি নিয়ে আক্রমণ করে চলেছেন কেন্দ্রীয় সরকারকে। সম্প্রতি তিনি টুইটারে লিখেছেন, “জুলাই এসে গেছে ভ্যাকসিন আসেনি।” এই টুইটের পাল্টা টুইট করে কংগ্রেস সাংসদকে চরম কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
এর আগে একাধিকবার ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গত সপ্তাহে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানান ভ্যাকসিন ঘাটতির সমস্যা মেটানোর জন্য। তখন কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাপক সমালোচনা করেছিল রাহুলের এবং বলা হয়েছিল তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন দেশে। এদিন আবার তিনি ভ্যাকসিন তথ্য সম্পর্কিত টুইট করায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন টুইট করে লিখেছেন, “গতকাল ই জুলাই মাসের টিকার বরাদ্দ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। তাহলে রাহুল গান্ধীর সমস্যাটা কোথায়? আপনি কি পড়তে পারেন না? নাকি বুঝতে পারেন না? আসলে দম্ভ এবং অজ্ঞতার কোন ভ্যাকসিন হয় না। কংগ্রেসের অবশ্যই উচিত তাদের নেতৃত্ব নিয়ে ভাবা।”
Just yesterday, I put out facts on vaccine availability for the month of July.
What is @RahulGandhi Ji’s problem ?Does he not read ?
Does he not understand ?There is no vaccine for the virus of arrogance and ignorance !!@INCIndia must think of a leadership overhaul ! https://t.co/jFX60jM15w
— Dr Harsh Vardhan (@drharshvardhan) July 2, 2021
উল্লেখ্য বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, জুলাই মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রায় ১২ কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে। এই ১২ কোটির মধ্যে ১০ কোটি কোভিশিল্ড ও ২ কোটি ডোজ দেওয়া হবে কোভ্যাকসিনের। এই টিকাগুলির মধ্যে কোন রাজ্যকে কতটা বরাদ্দ করা হচ্ছে, তাও উল্লেখ করা হয়েছিল।