মুম্বই: টানা দুই সপ্তাহ চিকিৎসার পর অবশেষে করোনার থাবা থেকে রেহাই পেলেন বিশিষ্ট লেখিকা জেকে রাউলিং৷ হ্যারি পটারের মতো বিখ্যাত চরিত্র সৃষ্টি হয়েছিল তাঁর হাত ধরেই৷ তাঁর দেওয়া জাদু বিদ্যায় বলীয়ান হয়েই হ্যারি অশুভ শক্তিকে বারবার পরাজিত করে জয়ী হয়েছে৷ হ্যারি যখনই জিতেছে, ভক্তদের অকুন্ঠ ভালোবাসায় জয়ী হয়েছেন রাউলিংও৷ আরও একবার জয়ী হলেন তিনি৷ করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে ফিরলেন এই কিংবদন্তী লেখিকা৷
সোমবার ট্যুইট করে নিজের সুস্থতার কথা জানান হ্যারি পটার স্রষ্টা৷ তিনি ট্যুইট করে বলেন, ‘‘গত দুই সপ্তাহ ধরে কোভিড-১৯ এর সবকরম লক্ষণ দেখা গিয়েছিল আমার শরীরে৷ তবে এখন সম্পূর্ণ সুস্থ৷’’ যদিও করোনা পরীক্ষা করা হয়নি ৫৪ বছরের এই লেখিকার৷ ভক্তদের জন্য কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিওটি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন রাউলিং৷ ওই ভিডিওটিতে নিঃশ্বাস নেওয়ার বিশেষ কৌশল দেখানো হয়েছে৷ রাউলিং জানান, এই কৌশল অবলম্বন করেই শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছেন তিনি৷ সকলকে ভিডিওটি দেখার অনুরোধও জানিয়েছে এই লেখিকা৷ এদিকে, ইনস্টাগ্রামে রাউলিংয়ের পোস্ট শেয়ার করেছেন বলিউড তারকা তথা বিখ্যাত লেখিকা টুইঙ্কল খান্না৷ হ্যারি পটার রচয়িতার ওই পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে টুইঙ্কল বলেন, ‘‘এই পোস্টটি আপনাদের উপকারে আসতেও পারে, তবে কোনওভাবেই ক্ষতি করবে না৷ যাঁরা এটি দেখতে চান, তাঁদের জন্য লিঙ্কটি পোস্ট করা রইল৷’’
রাউলিংও সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ওই চিকিৎসকে। তিনি বলেন, “আপনার ভিডিও বার্তাগুলি দেখেই আমি সম্পূর্ণ সুস্থ। আপনাকে তাই অজস্র ধন্যবাদ এই ধরনের পোস্ট করার জন্য। আপনারাও এই ভিডিওটি দেখুন এবং পরিবারের সমস্ত সদস্য, বন্ধুবান্ধবদের দেখান। নিরাপদে থাকুন৷ সুস্থ থাকুন।” হ্যারি পটারের জন্মদাত্রী মোট সাতটি বই লিখেছেন তাঁর প্রিয় চরিত্রকে নিয়ে। হ্যারি পটারকে নিয়ে হলিউডে সিনেমাও হয়েছে৷ আট থেকে ৮০ সকলেক মনেই বিরাজ করে হ্যারি৷ রাউলিং শুধু লেখিকাই নন, তিনি পরিচিত একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং সমাজসেবী হিসেবেও।