বিয়ে করলেন হার্দিক প্যাটেল, পাত্রী কে জানেন?

আমেদাবাদ: বিয়ে করলেন পতিদার সমাজের নেতা হার্দিক প্যাটেল৷ তিনি তাঁর ছোটবেলার বান্ধবী কিঞ্জল পারেখকে অত্যন্ত সাদামাঠা এক অনুষ্ঠানে বিয়ে করেন৷ অতিথি সংখ্যা ছিল মাত্র ১০০ জন৷ ২০১৬ সালে হার্দিককে যখন গ্রেপ্তার করা হয়েছিল৷ তার কিছু আগেই দু’জনের এনগেজমেন্ট হয়েছিল৷ কিঞ্জল হার্দিকের বোনের স্কুলের সহপাঠী ছিলেন৷ তিনি বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছেন৷ বছর কয়েক আগে হার্দিকের

বিয়ে করলেন হার্দিক প্যাটেল, পাত্রী কে জানেন?

আমেদাবাদ: বিয়ে করলেন পতিদার সমাজের নেতা হার্দিক প্যাটেল৷ তিনি তাঁর ছোটবেলার বান্ধবী কিঞ্জল পারেখকে অত্যন্ত সাদামাঠা এক অনুষ্ঠানে বিয়ে করেন৷ অতিথি সংখ্যা ছিল মাত্র ১০০ জন৷

২০১৬ সালে হার্দিককে যখন গ্রেপ্তার করা হয়েছিল৷ তার কিছু আগেই দু’জনের এনগেজমেন্ট হয়েছিল৷ কিঞ্জল হার্দিকের বোনের স্কুলের সহপাঠী ছিলেন৷ তিনি বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছেন৷ বছর কয়েক আগে হার্দিকের নেতৃত্বেই গুজরাটে প্যাটেল সমাজ একত্রিত হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে চলে যায়৷ তাঁদের দাবি ছিল ১০ শতাংশ ওবিস সংরক্ষণের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =