যার নেতৃত্বে গুজরাতে সরকারি চাকরিতে পতিদারদের জন্য আসন সংরক্ষণ বিষয়ে আন্দোলন গড়ে উঠেছিল, মঙ্গলবার সেই হারদিক প্যাটেল কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে এদিন কংগ্রেসে যোগ দেন তিনি।
কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘আজকের দিনেই মহাত্মা গান্ধী ব্রিটিশদের উৎখাতের ডাক দেন ডান্ডি মার্চের মাধ্যমে। আজ আমি সেই কংগ্রেসে যোগদান করছি যেই কংগ্রেসের একদা নেতা ছিলেন সুভাষ বোস, পণ্ডিত নেহরু, সর্দার প্যাটেল, ইন্দিরা গান্ধী। রাজীব গান্ধী, যারা প্রত্যেকেই দেশকে শক্তিশালী করার লক্ষে কাজ করে গেছেন।’’ পঁচিশ বছর বয়সি প্যাটেল কিছুদিন আগেই গুজরাতের জামনগর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন।