মোদির ‘হর ঘর তিরঙ্গা’তে ব্যাপক সাড়া, দশ দিনে বিক্রি এক কোটিরও বেশি জাতীয় পতাকা

মোদির ‘হর ঘর তিরঙ্গা’তে ব্যাপক সাড়া, দশ দিনে বিক্রি এক কোটিরও বেশি জাতীয় পতাকা

f4ccb6019dcfb43bd73e3626f39be0e4

নয়াদিল্লি: আর মাত্র দুদিন পরেই দেশজুড়ে পালিত হতে চলেছে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি। ইতিমধ্যেই স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীর মধ্যেকার দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেইন। প্রসঙ্গত জুলাই মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি এই ‘হর ঘর তিরঙ্গা’র কথা ঘোষণা করেন, যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেক দেশবাসীকে স্বাধীনতার অন্তত তিন দিন আগে নিজ নিজ বাড়ি, অফিস কিংবা যে কোন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান। সেক্ষেত্রে দেশবাসীরা যাতে সহজেই জাতীয় পতাকা পেতে পারেন তার জন্য ভারতীয় ডাক বিভাগে তরফ থেকেও শুরু হয় জাতীয় পতাকা বিক্রি। এমনকি রেশনের দোকানেও জাতীয় পতাকা মজুদ রাখার কথা বলা হয় কেন্দ্রের তরফ থেকে। প্রধানমন্ত্রীর এই ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনই দেশজুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। জানা যাচ্ছে, মাত্র ১০ দিনের মধ্যেই এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ। অনলাইন এবং প্রায় দেড় লক্ষ অফলাইন ডাকঘরের মাধ্যমে চলছে এই জাতীয় পতাকা বিক্রির কাজ। আর তাতেই রীতিমতো সারা ফেলে দিয়েছে মোদির ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার।

 সম্প্রতি এই প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রকে তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, মাত্র ১০ দিনের মধ্যেই এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ। ডাকঘর ও অনলাইন মারফত এই পরিমাণ জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে দেশজুড়ে। প্রসঙ্গত, আগস্ট মাসের শুরুর থেকেই ডাক বিভাগে ২৫ টাকা মূল্যের বিনিময়ে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত চলবে ডাকঘরের মাধ্যমে এই জাতীয় পতাকা বিক্রির কাজ। এর সঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ অঞ্চলের পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনেও যদি কেউ জাতীয় পতাকা কিনতে চান তাহলে সেই সুবিধাও থাকছে এবং সেক্ষেত্রে গ্রাহককে কোন আলাদা ডেলিভারি খরচ দিতে হবে না।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি রেডিও অনুষ্ঠান ‘মান কি বাতে’ প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেনের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেন আজাদী কি অমৃত মহোৎসব অনুষ্ঠানের আওতায় আনা একটি বিশেষ কর্মসূচি হল এই ‘হর ঘর তিরঙ্গা’। তবে এদিন নরেন্দ্র মোদি বাড়িতে জাতীয় পতাকা লাগানো ছাড়াও সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারেও জাতীয় পতাকার ছবি লাগানোর অনুরোধ করেন। এই কর্মসূচিকে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরো অনেক কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই নিজেদের টুইটারের ছবিতে জাতীয় পতাকা প্রদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *