চাকরিজীবীদের জন্য সুখব! ৩ মাসের অগ্রিম বেতন তোলার সুবিধা কেন্দ্রের

চাকরিজীবীদের জন্য সুখব! ৩ মাসের অগ্রিম বেতন তোলার সুবিধা কেন্দ্রের

 

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার বড়সড়ো আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে গরিব, দিন মজুর, শ্রমিক পরিবারের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি৷ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ একই সঙ্গে করোনা মোকাবিলায় যুক্ত  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের জন্য মোটা অঙ্কের বিমা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ চাকরিজীবীদের জন্যও বড়সড় ঘোষণা করেছেন অঅর্থমন্ত্রী৷

সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী জানিয়েছেন, যে সমস্ত সংস্থায় ১০০ জনের কম কর্মী রয়েছেন এবং যাঁদের বেকন ১৫ হাজার টাকার কম বেতন পান, সেই সমস্ত কর্মীদের ইপিএফে বড় সুবিধা দেওয়া হচ্ছে৷ নিয়োগকারী সংস্থা ও সরকার কর্মীর মূল বেতনের ১২% করে ইপিএফএ জমা করবে৷ সরকার ও সংস্থা মিলিয়ে আগামী তিন মাস চাকরিজীবীদের ইপিএফ অ্যাকাউন্টে ২৪ শতাংশ হারে টাকা জমা পড়বে৷ একই সঙ্গে করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে চাকরিজীবীরা তাঁদের জমানো অর্থ ৭৫ শতাংশ পর্যন্ত ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন৷ অর্থবা ৩ মাসের কম বেতন মূল্য ইপিএফ থেকে টাকা তুলতে পারবেন৷ কেন্দ্রের এই সুবিধা ঘোষণার জেরে উপকার পাবেন অন্তত ৮০ লক্ষ কর্মী৷

এই মুহূর্তে কোনও সংস্থায় ন্যূনতম ২০ জন কর্মী থাকলে ইপিএফওর আওতায় চলে আসে৷ মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা বেতন পেলে ইপিএফের মতো সামাজিক সুরক্ষার আওতায় থাকা কর্মীর মূল বেতন ও মহার্ঘ ভাতার ১২ শতাংশ অর্থ ইপিএফে কন্ট্রিবিউশন করা হয়৷ কর্তৃপক্ষও আরও ১২ শতাংশ অর্থ কন্ট্রিবিউট করে থাকে৷ ওই ২৪ শতাংশের উপর ৮.৫ শতাংশ হারে কর্মচারীদের পেনশন খাতে ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়৷ প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে তা পিএফে জমা করাতে হয় সংস্থাকে৷ এখন ওই খাতে কর্মীর পরিবর্তে সরকার আরও ১২ শতাংশ কন্ট্রিবিউশন করবে৷

অন্যদিকে, দেশের মহিলাদের জন্য প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হ.য়েছে৷ প্রায় সাড়ে ২০ কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে  আগামী তিন মাসের জন্য প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ যাতে করোনা পরিস্থিতির মধ্যে তাঁদের অর্থনৈতিকভাবে সমস্যার মুখোমুখি হতে না হয়৷ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা পৌঁছে যাবে৷ আগামী তিন মাস এই টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ একই সঙ্গে ৮ কোটি মহিলা উজ্জ্বলা যোজনার মাধ্যমে আগামী ৩ মাস বিনামূল্যে গ্যাস পাবেন বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷