কেক লুটের পর জন্মদিনে নর্তকীদের চটুল নাচ, ভোটের আগে মুখ পুড়ল মায়াবতীর

লখনউ: শুধু কেক লুট নয়,উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর জন্মদিনে উদযাপন মঞ্চ কাঁপাল পানশালার নর্তকীরা। প্রকাশ্য মঞ্চে চটুল নাচের সঙ্গে সমর্থকদের উচ্ছাস প্রদর্শনও নজরে এড়ায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দামো এলাকায়। বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী তাঁর ৬৩-তম জন্মদিনে কোনও হুল্লোড় হোক তিনি চাননি।বলা বাহুল্য,এই বার্তা বোধহয় দলীয় সমর্থকদেরএকাংশের কাছে পৌঁছায়নি বা নির্দেশিকা অগ্রাহ্য করেই চলেছে

কেক লুটের পর জন্মদিনে নর্তকীদের চটুল নাচ, ভোটের আগে মুখ পুড়ল মায়াবতীর

লখনউ: শুধু কেক লুট নয়,উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর জন্মদিনে উদযাপন মঞ্চ কাঁপাল পানশালার নর্তকীরা। প্রকাশ্য মঞ্চে চটুল নাচের সঙ্গে সমর্থকদের উচ্ছাস প্রদর্শনও নজরে এড়ায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দামো এলাকায়। বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী তাঁর ৬৩-তম জন্মদিনে কোনও হুল্লোড় হোক তিনি চাননি।বলা বাহুল্য,এই বার্তা বোধহয় দলীয় সমর্থকদেরএকাংশের কাছে পৌঁছায়নি বা নির্দেশিকা অগ্রাহ্য করেই চলেছে উদযাপন পর্ব।

নেত্রী না থাকলেও দামোর স্থানীয় বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মূলত, তাঁর আমন্ত্রণেই পানশালার নর্তকীরা চটুল নাচ করে দর্শকদের মনোরঞ্জন করেন। সেখানে দলের তরফে উপস্থিত দর্শকদের মধ্যে স্থলে কেক বিলি করতেও দেখা যায়। এদিকে দলিত নেত্রীর জন্মদিনের এহেন উদযাপনের খবর প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়েছে। তার উত্তরে ওই বিধায়কের সাফাই,তিনি এলাকার বিধায়ক। এলাকাবাসী তাঁকে ভোট দিয়ে জননেতা নির্বাচন করেছে। তাই বাসিন্দাদের খারাপ ভাল দেখার দায়িত্বও তাঁর।সবই যখন করেন তখন নেত্রী জন্মদিনে একটু হইহইও করতে পারেন,সেখানে বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এদিকে স্থানীয় আমরোহা এলাকাতেও মায়াবতীর জন্মদিনের উদযাপনকে ঘিরে বিশৃঙ্খলা ছড়িয়েছে। সে ৬৩কেজি ওজনের একটি কেক আনা হয়েছিল, সেই কেক নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় উপস্থিত দর্শকদের মধ্যে। উদ্যোক্তাদের হতবাক করে সমর্থকরা নিজেরাই খাবলা করে কেক লুট করে। কিছুক্ষণের মধ্যেই জন্মদিনের কেক ধ্বংসস্তূপে পরিণত হয়। এদিকে লোকসভা ভোটে সপা-র সঙ্গে জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসপি। ঠিক তার আগে নেত্রীর জন্মদিনকে ঘিরে এই বিশৃঙ্খলা দলের মুখ পোড়াল তানিয়ে কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 17 =