ফের রক্তাক্ত ভারতীয় সেনা, ৫ শহিদের শোক আগলে করোনা যোদ্ধাদের কুর্নিশ

ফের রক্তাক্ত ভারতীয় সেনা, ৫ শহিদের শোক আগলে করোনা যোদ্ধাদের কুর্নিশ

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ সামনের সারিতে দাঁড়িয়ে পরিবার-পরিজন ভুলে, প্রাণের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দেশের কয়েক লক্ষ স্বাস্থ্যকর্মী৷ করোনাভাইরাসকে তোয়াক্কা না করে দিয়ে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ করোনা মহামারীর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় সেনা যখন দেশের সমস্ত করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাচ্ছে, ঠিক তখনই পাক জঙ্গিদের তাণ্ডবে ফের রক্তাক্ত ভারতীয় সেনাবাহিনী৷

কনোনা মোকাবিলায় তৃতীয় দফার লকডাউন ঘোষণা মাঝেই ফের সীমান্তে তাণ্ডব চালালো পাকিস্তানি জঙ্গিরা৷ কাশ্মীরের কুপওয়াড়ায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ৷ সেনার দুই পদস্থ আধিকারিক, পুলিশ কর্মী-সহ ৫ জন জওয়ান শহিদ হয়েছেন৷ সংঘর্ষে খতম হয়েছে ২ জঙ্গি৷

জানা গিয়েছে, জঙ্গিদের একটি দল হান্দাওয়াড়ার একটি বাড়িতে আশ্রয় নেয়৷ সেখানে বাড়ির মালিককে বন্দি করে রাখে জঙ্গিরা৷ স্থানীয়দের থেকে খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী৷ ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেল ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতেই শুরু হয় গুলির লড়াই৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের  এক অফিসার, এক মেজর, ২ জন পুলিশের সাব-ইন্সপেক্টর-সহ মোট ৫ জওয়ান৷ ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে দুই পাকিস্তানি জঙ্গির৷ বন্দি থাকা ওই বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে সেনার তরফে৷ লকডাউনের মধ্যে পাক জঙ্গিদের এই তাণ্ডবের ঘটনা নতুন করে সীমান্ত উত্তেজনা বাড়িয়ে দিয়েছে৷ এখনও চলছে গুলির লড়াই৷

 

আজ সকালে দেশজুড়ে করোনা যোদ্ধাদের সম্মান জানাল ভারতীয় বায়ুসেনা৷ রাজধানীর আকাশে উড়েছে সুখই থার্টি থেকে শুরু যুদ্ধবিমান৷ এদিন যুদ্ধবিমানে ছিলনা গোলাবারুদ৷ বারুদের বদলে ফুল ছড়িয়ে সম্মান জানালেন ভারতীয় সেনা৷ দিল্লি-সহ দেশের সমস্ত হাসপাতালের রোগীদের চিকিৎসা চলছে সেই সমস্ত হাসপাতালে, করোনা হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি করা হয় ভারতীয় সেনা তরফে৷

মুম্বই, ভুবনেশ্বর, কলকাতার রাজারহাট-সহ দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আকাশপথে পুষ্প ছিটিয়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানো হয় আজ৷ ইস্টার্ন কমান্ডের তরফে কলকাতার রাজারহাট, ইটানগর, গোয়াহাটি ও শিলংয়ে বায়ুসেনা বিমান থেকে ফুল ছড়িয়ে দেওয়া হয়৷ গোহাটিতে বাজানো হয় সেনার ব্যান্ড৷ করোনা যোদ্ধাদের উপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেয় বায়ুসেনার বিমান৷ দেশের প্রত্যন্ত ২৪টি এলাকায় নৌসেনার কাপ্টার থেকে পুষ্টি করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *