সুখবর! করোনা রুখতে বিকল্প ওষুধে সাফল্য, নয়া আবিষ্কার PGI চণ্ডীগড়ের!

সুখবর! করোনা রুখতে বিকল্প ওষুধে সাফল্য, নয়া আবিষ্কার PGI চণ্ডীগড়ের!

3170798e64dab0cdf419fbdab6fbab23

চণ্ডীগড়: করোনা সংক্রমণ যে হারে গোটা বিশ্বে ছড়াচ্ছে, তাতে প্রতিষেধক আবিষ্কারের জন্য মরিয়া গবেষকরা। সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের শরীরে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ নিয়ে মাতামাতি হলেও কার্যত তা ব্যর্থ বলে মনে করছেন গবেষকদের একাং৷ এরই মধ্যে চণ্ডীগড়ের চিকিৎসকরা যে দাবি করেছেন, তা করোনা আতঙ্কের মধ্যেও বড়সড় আবিষ্কার করে ফেলেছেন৷ সর্বভারতীয় সংবাদসূত্রে জানা গেছে, করোনা আক্রান্তের শরীরে কুষ্ঠ রোগের ওষুধ মাইকোব্যাক্টেরিয়াম ডব্লিউ প্রয়োগে ইতিবাচক সাড়া পেয়েছেন পিজিআই চণ্ডীগড়ের চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, মাইকোব্যাক্টেরিয়াম ডব্লিউ ওষুধটি এর আগে কুষ্ঠ, যক্ষ্মা, নিউমোনিয়ায় আক্রান্তদের ওপর প্রয়োগ করেও ইতিবাচক ফল পাওয়া গেছে। এবার বেশ কয়েকজন কোভিড ১৯ ভাইরাস আক্রান্তের শরীরে প্রয়োগ করা হয়েছে ওষুধটি। টানা তিনদিন ব্যবহারের পর সদুত্তর পেয়েছেন পিজিআই চণ্ডীগড়ের চিকিৎসকরা। তবে এই ওষুধটি ট্রায়ালের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে এর আগেই অনুমোদন দিয়েছিল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)।

সেই ভিত্তিতে পরীক্ষামূলক পদ্ধতির পরই আশাবাদী হাসপাতালের চিকিৎসকরা। ট্রায়ালের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হলেও এই ওষুধটিকে এখনও পর্যন্ত করোনা মোকাবিলার প্রতিষেধকের অনুমোদন দেয়নি স্বাস্থ্যমন্ত্রক। মাইকোব্যাক্টেরিয়াম ডব্লিউ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে বলেই সূত্রের খবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের দিল্লি ও ভোপাল শাখায় চলবে এই ক্লিনিক্যাল ট্রায়াল। তবে প্রাথমিক পর্যায়ে পিজিআই চণ্ডীগড়ের এই সফল প্রয়োগ করোনা প্রতিষেধক হিসেবে মাইকোব্যাক্টিরিয়াম ডব্লিউ ওষুধটিকে কিছুটা হলেও এগিয়ে রাখবে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ নিয়ে শোরগোল পড়েছিল গোটা বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেও শোনা গেছে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে সাফল্যের কথা। এমনকী, এই ওষুধটিকে করোনা প্রতিরোধে 'গেম চেঞ্জার' বলেও উল্লেখ করেছিলেন। যদিও কার্যক্ষেত্রে কতটা কার্যকরী ওই ওষুধ, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মাইকোব্যাক্টেরিয়াম ডব্লিউর সাফল্যে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন দেশবাসীর একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *