করোনার কোপে বাতিল হজ যাত্রা, কীভাবে টাকা ফেরত পাবেন তীর্থযাত্রীরা?

করোনার কোপে বাতিল হজ যাত্রা, কীভাবে টাকা ফেরত পাবেন তীর্থযাত্রীরা?

 

নয়াদিল্লি: এবার করোনার কোপ পড়ল হজ যাত্রায়৷ করোনা আবহে চলতি বছর ভারত থেকে হজ যাত্রা হবে না বলে জানাল কেন্দ্রীয় সরকার৷ অন্যদিকে, করোনা আবহে এই বছর হজ যাত্রা সীমিত রাখা হবে বলে জানিয়েছে সৌদি আরবও৷ 

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি সংবাদমাধ্যমকে জানান, ‘‘এই বছর ভারত থেকে কোনও হজ যাত্রীকে সৌদি আরবে পাঠানো হবে না৷ কোভিড-১৯ প্যান্ডেমিকে হজ যাত্রীদের যাতে পাঠানো না হয়, সেই আবেদন জানিয়েছিল সৌদি সরকার৷ তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’ তবে হজ যাত্রার জন্য যাঁরা আবেদন জানিয়েছিলেন, তাঁদের জমা দেওয়া টাকা পুরোটাই ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ জানা গিয়েছে প্রায় ২.৩ লক্ষ মানুষ এ বছর হজ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছিলেন৷ তাঁদের জমা দেওয়া টাকা ডায়রেক্ট ট্রান্সফার করা হবে বলেও জানান নাকভি৷ 

সৌদির হজ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই বছর হজ হবে সীমিত সংখ্যক পূণ্যার্থীকে নিয়ে৷ বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন, তাঁদের নিয়েই হজ অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, এখনও করোনার কোনও প্রতেষেধক আবিষ্কার হয়নি৷ করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফি বছর  প্রায় ২০ লক্ষ মানুষ মক্কায় হজ করতে আসেন৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় পৌঁছন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা৷ তবে এই বছর হজ করতে পারবেন শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারীরাই৷ করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ২২২ বছর পর বাতিল হতে চলেছে হজযাত্রা। তবে হজ যাত্রা বাতিল হলে অনেকটাই অর্থিক ক্ষতি হবে সৌদির৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =