হ্যাকারের ফাঁদে এয়ার ইন্ডিয়া, ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা

হ্যাকারের ফাঁদে এয়ার ইন্ডিয়া, ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা

e6974dff0827b206a382e0ba013fc3e1

নয়াদিল্লি: বড়োসড়ো সাইবার হামলার শিকার হতে হল এয়ার ইন্ডিয়াকে। মনে করা হচ্ছে কমপক্ষে ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে! তথ্যের মধ্যে রয়েছে ডেবিট এবং ক্রেডিট কার্ডের তথ্য সহ নির্দিষ্ট যাত্রীর একাধিক ব্যক্তিগত তথ্য। ইতিমধ্যেই বিমান সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, ২০১১ সালের ২৬ অগাস্ট থেকে ৩ ফেব্রুয়ারি ২০২১ সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া যাতায়াত করা যাত্রীদের অধিকাংশ তথ্য হ্যাক করা হয়েছে। এই সব তথ্যের মধ্যে রয়েছে নির্দিষ্ট যাত্রীর নাম থেকে শুরু করে ডেবিট এবং ক্রেডিট কার্ড নম্বর, পাসপোর্ট, টিকিট, মোবাইল নম্বর, এমনকি জন্ম তারিখ। সব মিলিয়ে মনে করা হচ্ছে কমপক্ষে ৪৫ লক্ষ চাকরির ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের নির্দেশ দিয়েছে তাদের পাসওয়ার্ড বদলে ফেলার জন্য। এর পাশাপাশি জানানো হয়েছে যে, এই ঘটনার প্রেক্ষিতে যা যা করণীয় সেই পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে নিয়েছে তারা। তারা আরও জানাচ্ছে, গত ১৯ মার্চ তাদের ওয়েবসাইটে এই নিয়ে প্রাথমিক তথ্য দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই তথ্য চুরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *