১৭ বছরের পাপের সাজা, দোষী সাব্যস্ত গুরমীত রাম রহিম

সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন গুরমীত রাম রহিমসহ ৪ জন। আজ পাঁচকুলার বিশেষ সি বি আই আদালত এই রায় দেয়। ১৭ জানুয়ারি সাজা ঘোষণা। ২০০২ সালের অক্টোবর মাসে রাম চন্দ্র ছত্রপতিকে হত্যা করা হয় তাঁর সংবাদপত্র- পুরা সাচ (পুরো সত্যি)-এ একটি চিঠি প্রকাশিত হয় জাতে লেখা ছিল রাম রহিমের তথাকথিত আশ্রমে

১৭ বছরের পাপের সাজা, দোষী সাব্যস্ত গুরমীত রাম রহিম

সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন গুরমীত রাম রহিমসহ ৪ জন। আজ পাঁচকুলার বিশেষ সি বি আই আদালত এই রায় দেয়। ১৭ জানুয়ারি সাজা ঘোষণা। ২০০২ সালের অক্টোবর মাসে রাম চন্দ্র ছত্রপতিকে হত্যা করা হয় তাঁর সংবাদপত্র- পুরা সাচ (পুরো সত্যি)-এ একটি চিঠি প্রকাশিত হয় জাতে লেখা ছিল রাম রহিমের তথাকথিত আশ্রমে কিভাবে মহিলাদের উপর যৌন অত্যাচার করে রাম রহিম।

এই খবর প্রকাশিত হওয়ার পরেই ছত্রপতিকে গুলি করা হয় তাঁর সংবাদপত্রের অফিসের সামনেই। ২০০৩ সালে একটি মামলা দায়ের করা হয়। সি বি আই সেই মামলার ভার নেয় ২০০৬ সালে। ৮ জানুয়ারি সি বি আই-র বিশেষ আদালত রাজ্যের আবেদন মেনে মামলার অন্যতম আসামী রাম রহিমের শুনানির জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্তা করা হয় ১১ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + two =