দেদার গুলি চলল দিল্লি এইমসের সামনে! উদ্ধার আগ্নেয়াস্ত্র

দেদার গুলি চলল দিল্লি এইমসের সামনে! উদ্ধার আগ্নেয়াস্ত্র

নয়াদিল্লি: আবার প্রকাশ্য রাস্তায় শুট আউট! এবার রাজধানী দিল্লির এইমসের সামনে গুলির লড়াই। পুলিশের সঙ্গে কয়েকজন দুষ্কৃতীদের গুলির লড়াই চলে এবং তাতে এক দুষ্কৃতী আহত হয়েছে বলে সূত্রের খবর। এর পাশাপাশি পুলিশের জালে ধরা পড়েছে দুই দুষ্কৃতী এবং উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এইভাবে গুলির লড়াইয়ের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং প্রশ্ন তুলেছে দিল্লির নিরাপত্তার।

জানা গিয়েছে, দিল্লি এইমসের সামনে সোমবার ভোর পাঁচটা নাগাদ এই গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। কোটলা মুবারাকপুর থেকে দুষ্কৃতীদের তাড়া করছিল দিল্লি পুলিশ, শেষে এইমসের সামনে তাদের ঘিরে ফেলে তারা। সেখানেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় এবং গুলিবিদ্ধ হয় এক দুষ্কৃতী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, তারা গোপন সূত্র মারফত জানতে পেরেছিল যে মোবারকপুর এলাকাতে কয়েক জন দুষ্কৃতী লুকিয়ে রয়েছে এবং তার ভিত্তিতেই তারা সেখানে অভিযান চালায়। পরবর্তী ক্ষেত্রে দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল। দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, দুষ্কৃতীদের গতিবিধির ওপর অনেক আগে থেকে নজর রাখা হয়েছিল কিন্তু পুলিশ পিছু নিতেই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়। তাদের বিরুদ্ধে গুলির লড়াই হওয়ার ফলেই একজন দুষ্কৃতী আহত হয়। সব মিলিয়ে তিন জনকেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, যে ৩ জন দুষ্কৃতী ধরা পড়েছে তারা সকলেই নাবালক এবং তাদের নাম, সৌরভ, গুরুদেব এবং অভি। এদের বিরুদ্ধে পূর্ববর্তী কোন ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =