এক বছরে কোটি টাকার দুধ বিক্রি, রেকর্ড গড়লেন গুজরাটের মহিলা

নয়াদিল্লি: রেকর্ড করলেন গুজরাতের ৬২ বছর বয়সী এক মহিলা। ২০২০ সালে যখন গোটা দেশ করোনা মহামারীতে কাবু, লকডাউনে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন, তখন তিনি প্রায় ১ কোটি ১০ লাখ টাকার দুধ বিক্রি করেছেন।

নয়াদিল্লি: রেকর্ড করলেন গুজরাতের ৬২ বছর বয়সী এক মহিলা। ২০২০ সালে যখন গোটা দেশ করোনা মহামারীতে কাবু, লকডাউনে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন, তখন তিনি প্রায় ১ কোটি ১০ লাখ টাকার দুধ বিক্রি করেছেন।

ওই মহিলার বাস গুজরাটের বনসকন্ঠা জেলায়। নাম নবলাবেন। বয়স ৬২ বছর। বৃদ্ধা ওই মহিলা দুধ বিক্রির পাশাপাশি পশুপালনও করেন। এলাকায় তাঁর বেশ খ্যাতি রয়েছে। কম খরচে পশুপালন করার জন্য অনেকেই তাঁর কাছে উপদেশ নিতে আসেন। এখন তাঁর কাছে ৮০টি মহিষ ও ৪৫টি গরু রয়েছে। সেখান থেকে প্রতিদিন প্রায় ১ হাজার লিটার দুধ পান তিনি। সেটাই বিক্রি করেন। প্রতি মাসে দুধ বিক্রি করেই তিনি ৩ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। 

গ্রামে তাঁর নিজস্ব ডেয়ারি রয়েছে। সেখানে প্রায় ১১ জন কর্মচারী কাজ করেন। লকডাউনের মধ্যেও তার বিরাম হয়নি। প্রতিদিন পশুপালন ও দুধ বিক্রি করেন তিনি। আর তাতেই এই বিপুল পরিমাণ লাভের মুখ দেখেন তিনি। ওই মহিলার ৪ সন্তান রয়েছে। জানা গিয়েছে ২০১৯ সালে ওই মহিলা ৮৭.৯৫ লক্ষ টাকার দুধ বিক্রি করেছিলেন। এবছর টাকার অঙ্কটা আরও বেড়েছে। নিজের এই আত্মনির্ভর কাজের জন্য একাধিক জায়গায় প্রশংসিত হয়েছেন নবলাবেন। গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি ২টি লক্ষ্মী পুরস্কার ও ৩টি পাদরি পুরস্কারও পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *