এপ্রিল থেকে সহজ হবে GST রিটার্ন, বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর

এপ্রিল থেকে সহজ হবে GST রিটার্ন, বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: দেশের অর্থনীতি ক্রমেই নিচের দিকে নামছে। ভারতে চলতি অর্থনীতির জন্য বিশেষজ্ঞ মহল মূলত দুটি কারণ দেখিয়েছে। এক জিএসটি ও অন্যটি হল নোটবন্দি। জিএসটি রিটার্ন পদ্ধতি অনেক জটিল হওয়ার কারণে সমস্যায় পড়তে হয়েছে বলে অর্থনীতিবিদরা পড়ছেন বলে মনে করছেন। পরিস্থিতি সামলাল দিতে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জিএসটি সরলীকরণের ওপর জোর দিয়েছেন। এপ্রিল মাস থেকেই জিএসটি রিটার্নের সরলকীরণ হবে বলে সীতারমণ আশ্বাস দিয়েছেন। বাজেট পেশ করার আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানান। জিএসটি সম্পর্কে সীতারমণ বলেন, জিএসটির মাধ্যমে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি দেশকে সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছেন। 

শনিবার সীতারমণ জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে জিএসটির হার কমানো হয়েছে। যার ফলে গৃহস্থ চার শতাংশ সঞ্চয় করতে পারবেন বলে তিনি মনে করছেন। এদিন সংসদে জিএসটিপ্রসঙ্গ তুলে ধরেছেন অর্থমন্ত্রী। তবে তাঁর দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিভিন্ন ধাপে জিএসটি’র হার কমলেও সেই লাভ খুচরো ক্রেতা বা ব্যবসায়ীর কাছে তেমনটা পৌঁছায়নি বলেই অভিযোগ। পাশাপাশি, পেঁয়াজ, আলু-সহ অন্য শাক-সবজির দাম বেড়ে যাওয়ায় গৃহস্থের সঞ্চয়ে যে টান পড়েছে তা সবার জানা। এহেন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর সঞ্চয়ের দাবি নিয়ে প্রশ্ন ওঠা অসম্ভব কিছু নয়।

সংসদে তিনি বলেন, জিএসটি প্রণয়নের জন্য প্রত্যক্ষ করদাতার সংখ্যা বেড়েছে। মানুষের উপর থেকে করের বাড়তি বোঝা কমেছে।’ পাশাপাশি তিনি আর বলেন,  দেশবাসীর আয় এবং ক্রয়ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে চলতি বাজেট পেশ করা হচ্ছ। তিনি আরও জানান, ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে ২৭১ মিলিয়ন মানুষ দরিদ্রসীমার পার করতে সক্ষম হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =