সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ, সিনেমা হলের খাবার, অনলাইন গেমিংয়ে বাড়ছে GST

সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ, সিনেমা হলের খাবার, অনলাইন গেমিংয়ে বাড়ছে GST

নয়াদিল্লি: মঙ্গলবার রাজধানী দিল্লিতে ছিল জিএসটি পরিষদের বৈঠক৷ ওই বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি জানান, ক্যানসার, দূরারোগ্য ব্যধির ওষুধ এবং বিশেষ ধরনের চিকিৎসার জন্য খাবারের উপর জিএসটি আর থাকছে না। অর্থাৎ এই সব পণ্যের দাম এবার অনেকটাই সস্তা হবে৷ 

এছাড়াও আরও চারটি পণ্যের উপর থেকে পণ্য পরিষেবা কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে জিএসটি পরিষদ। সেগুলি হল রান্না না করা বা না ভাজা খাবার। এখানে মূলত রেডি টু কুক খাবারের কথা বোঝানো হয়েছে। আগে এই সব খাদ্য দ্রব্যের উপর ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হত। সেটাই কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। এছাড়া ইমিটেশন জরি তথা নকল জরির উপর পণ্য পরিষেবা কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

পাশাপাশি সিনেমা হলের মধ্যে যে খাবার বিক্রি হয়, তাতে বর্তমানে ১৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। সিনেমা হলে সেই খাবারের উপরেও পণ্য পরিষেবা কর কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। এক্ষেত্রে পরিষদের বক্তব্য, সিনেমা হলের মধ্যে খাবার যদি রেস্তোরাঁর মতো বিক্রি করা হয়, তাহলে রেস্তোরাঁর মতই পণ্য পরিষেবা কর লাগু হওয়া উচিত। সিনেমার টিকিটের মূল্যের সঙ্গে যদি খাবারের দাম ধরা থাকে তাহলে কিন্তু ১৮ শতাংশ হারেই জিএসটি দিতে হবে।

এই সব পণ্যের উপর জিএসটি কমানো হলেও, পরিষদ এবার অনলাইন গেমের উপর বোঝা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, এবার থেকে অনলাইন গেমিং, ক্যাসিনো, ঘোড় দৌড়ের উপর ২৮ শতাংশ হারে পণ্য পরিষেবা কর দিতে হবে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 2 =