দেশে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, দাবি আইএমএর

দেশে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, দাবি আইএমএর

নয়াদিল্লি: আশঙ্কা ছিল৷ মিলেছিল ইঙ্গিত৷ এবার সেই সমস্ত আশঙ্কা ও ইঙ্গিত মিলিয়ে অবশেষে করোনার গোষ্ঠী সংক্রমণের দাবি একপ্রকাশ মানতে বাধ্য হল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ৷ কেননা, গত এক মাস সংক্রমণ গ্রাফ ছুটছে অশ্বমেধের ঘোড়ার গতিতে৷ প্রতিদিন ভাঙছে, গড়ছে করোনা সংক্রমণের রেকর্ড৷ দেশে একদিনেই করোনা আক্রান্ত প্রায় ৩৯ হাজার৷ আর এই পরিস্থিতি দাঁড়িয়ে এবার কেন্দ্রের দাবি উড়িয়ে দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছে আইএমএর৷

এখনও পর্যন্ত গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষের বেশি৷ বিশ্বের প্রায় প্রথমের দিকে উঠে এসেছে ভারত৷ এই পরিস্থিতিতে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়িয়ে আইএমএ-র তরফে বলছে, ভারতের অবস্থা খুবই খারাপ হচ্ছে৷

সংবাদমাধ্যমে সংগঠনের হসপিটাল বোর্ড অব ইন্ডিয়ার চেয়ারম্যান ভি কে মোঙ্গা জানিয়েছেন , ‘এখন যেভাবে সংক্রমণ বাড়ছে, তা মারাত্মক৷ দিনে ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত৷ গ্রামেও বাড়ছে সংক্রমণ৷ এটা খুবই খারাপ লক্ষণ৷ এই ফলাফল বলে দিচ্ছে, গোষ্ঠী সংক্রমণ যে শুরু হয়েছে৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, শনিবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,৯০২ জন৷ মৃত্যু হয়েছে ৫৪৩ জনের৷ যা পরিস্থিতি তাতে, মোট মৃত্যু সংখ্যা ২৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে৷ তবে, সংক্রমণ বাড়লেও ভারতে মৃত্যুর হার দ্রুতগতিতে কমছে৷ শনিবার সুস্থ হয়ে উঠেছেন ২৩,৬৭২ জন৷ ৬ লক্ষ ৭৭ হাজারের বেশি মানুষ করোনাকে হারিয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =