নয়াদিল্লি: সাত দিনের কঠিন লড়াই শেষে প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চপার৷ ওই দিনই অভিশপ্ত চপারে সওয়ার ১৩ জনের মৃত্যু হয়৷ একমাত্র জীবিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ আশঙ্কাজনক অবস্থায় ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ বুধবার লড়াই শেষ হল গ্রুপ ক্যাপ্টেনের৷
আরও পড়ুন- মধ্যরাতে বারাণসী স্টেশনে মোদী! ঠান্ডা উপেক্ষা করেই চলল পরিদর্শন
৮ ডিসেম্বর এমআই-১৭ কপ্টারে সুলুর থেকে কুন্নুর যাচ্ছিলেন সস্ত্রীক রাওয়াত৷ ওই কপ্টারে সওয়ার ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির উপর আচমকাই ভেঙে পড়ে এমআই-১৭ চপারটি৷ প্রত্যক্ষদর্শীদের বান অনুযায়ী অনেকটা নীচু দিয়ে যাচ্ছিল সিডিএস-এর চপারটি৷ একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর সেটি মাটিতে ভেঙে পড়ে৷ এবং মাটির ভেঙে পড়ার পরই তাতে দাউ দাউ করে আগুন ধরে যায়৷ সেই আগুনেই দগ্ধ হন যাত্রীরা৷ ঘটনার দিনই মৃত্যু হয় সস্ত্রীক রাওয়াত সহ ১৩ জনের৷ একমাত্র বেঁচে যায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ তবে তাঁর শরীরের বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল বলে জানা যায়৷ প্রথমে ওয়েলিংটন সেনা হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেঙ্গালুরুর কমান্ড হাসপাতাল ভর্তি করা হয়৷ টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও হেরে গেলেন বরুণ৷
গ্রুপ ক্যাপ্টেনের প্রয়ানে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বরুণ ঘরে ফিরবে, বিশ্বাস ছিল তাঁর পরিবারের৷ এদিন তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা পরিবার৷ তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা৷