চুম্বন ছাড়া বরমালা নয়! হবু বরের আবদার শুনে কী করলেন কনে?

চুম্বন ছাড়া বরমালা নয়! হবু বরের আবদার শুনে কী করলেন কনে?

নয়াদিল্লি:  বিয়ের আসর তখন জমাজমাট৷ চলছে বিয়ের পর্ব৷ গমগম করছে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের ভিড়ে৷ প্রাথমিক কিছু নিয়মের পর ছাদনাতলায় মালাবদলের জন্য হাজির বর-কনে৷ কিন্তু হবু স্ত্রীর কাছে হবু স্বামীর আবদার, চুমু দিতে হতে তাঁকে! নাহলে মালাবদল নয়৷ বরের এই আবদার শুনে স্ত্রী তখন লজ্জায় লাল৷ বিয়ের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

আরও পড়ুন- PM Kisan: কবে টাকা পাবেন কৃষকরা? স্পষ্ট হয়ে গেল আজ

বিয়ের মণ্ডপে উপস্থিত মানুষের নজর তখন নব দম্পতির দিকে৷ সকলের সামনে হবু বরের আবদার শুনে তখন হতবাক কনে৷ মালা হাতে ছাদনাতলায় দাঁড়ানো বর তখন গাল দেখিয়ে হবু স্ত্রীকে চুম্বন করার ইঙ্গিত করছেন৷ হবু বরের আজব বায়না শুনে প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও আবদার ফেরাতে পারেননি৷ ধন্দ কাটিয়ে তিনিও হাসি মুখে চুমু এঁকে দেন হবু বরের গালে৷ এর পরেই হবু স্ত্রীর গলায় মালা পরিয়ে দেন বর৷ যাকে বলে একবারে মধুরেণ সমাপয়েৎ৷ 

প্রসঙ্গত, উইটি ওয়েডিং নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে৷ তবে এই ঘটনাটি কোথাকার তা জানা যায়নি৷ তবে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কলেজের সময়ের প্রেমিকাকে বিয়ের সময় মালাবদলে নতুন চমক!’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 12 =