‘মহাজোট’ ধাক্কা, কংগ্রেসকে পাত্তা না দিয়েই প্রার্থী ঘোষণা

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে বাদ রেখেই প্রার্থী ঘোষণা দিল্লির আম আদমি পার্টির৷ মহাজোটে ধাক্কা দিয়ে দিল্লির ছ’টি কেন্দ্রেই শনিবার প্রার্থী ঘোষণা করা হয় বলে খবর৷ ছ’টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সপ্তম তথা শেষ আসন পশ্চিম দিল্লিতে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি বলে দলের জানান গোপাল রাই৷ শনিবার সাংবাদিক বৈঠক করে আপের

‘মহাজোট’ ধাক্কা, কংগ্রেসকে পাত্তা না দিয়েই প্রার্থী ঘোষণা

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে বাদ রেখেই প্রার্থী ঘোষণা দিল্লির আম আদমি পার্টির৷ মহাজোটে ধাক্কা দিয়ে দিল্লির ছ’টি কেন্দ্রেই শনিবার প্রার্থী ঘোষণা করা হয় বলে খবর৷ ছ’টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সপ্তম তথা শেষ আসন পশ্চিম দিল্লিতে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি বলে দলের জানান গোপাল রাই৷

শনিবার সাংবাদিক বৈঠক করে আপের তরফে পূর্ব দিল্লি থেকে অতিশী, দক্ষিণ দিল্লি থেকে রাঘব চাড্ডা, চাঁদনী চক থেকে পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে দিলীপ পান্ডে, উত্তর-পশ্চিম দিল্লি থেকে গুগণ সিং এবং নিউ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে ব্রজেশ গোয়েলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়৷

এবিষয়ে আপ নেতা গোপাল রাই বলেন, ‘‘শীলা দীক্ষিত জোটের প্রতি আগ্রহী ছিলেন না। রাহুল গান্ধীও জানিয়েছিলেন সম্ভব নয়। আম আদমি পার্টি জোট চেয়েছিল কিন্তু কংগ্রেস তৈরি নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =