বিয়ের ন্যূনতম বয়স কবে ঠিক হবে? মেয়েদের প্রশ্নের জবাব দিলেন নমো

বিয়ের ন্যূনতম বয়স কবে ঠিক হবে? মেয়েদের প্রশ্নের জবাব দিলেন নমো

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে লাল কেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মেয়েদে বিয়ের বয়স নিয়ে নতুন করে ভাববে দেশ৷ মহিলাদের বিয়ের বয়স ন্যূনতম কত বছর হওয়া উচিত সে বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। কমিটি তার রিপোর্ট পেশ করার পরই দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শুক্রবার জানালেন প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন- শ্বশুরবাড়ির সম্পত্তির উপর অধিকার রয়েছে পুত্রবধূর, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

আমাদের দেশে বর্তমানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮৷ আর ছেলেদের বিয়ের ন্যূনতম বিয়ের বয়স হল ২১৷ তবে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর হলে অনেক মেয়েই পড়াশোনা শেষ করার সুযোগ পায় না বলে দাবি তুলেছিল নারী অধিকার মঞ্চ ও মহিলা সংগঠনগুলি৷ আবার অনেকে ছেলে ও মেয়েদের বিয়ের বয়সের বৈষম্যর বিষয়টিও তুলে ধরেছিল৷ শুক্রবার খাদ্য ও কৃষি সংগঠনের ৭৫-তম বর্ষপূর্তির অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হওয়া উচিত সে বিষয়ে আলোচনা চলছে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা আমাকে চিঠি লিখে জানতে চেয়েছেন, সংশ্লিষ্ট কমিটি কেন এখনও তাদের সিদ্ধান্ত জানাচ্ছে না৷ আমি আশ্বস্ত করছি, কমিটি রিপোর্ট জমা দিলেই তা দ্রুত বিবেচনা করে যথাযথ পদক্ষেপ করবে কেন্দ্র৷’’ আজকের দিনটি বিশেষভাবে পালনের জন্য ৭৫ টাকার কয়েনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ 

মেয়েদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কেও এদিন কথা বলেন নমো৷ তিনি বলেন, ‘‘আমরা আমাদের মেয়েদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ করব৷ মাত্র ১ টাকায় দেওয়া হবে স্যানিটারি ন্যাপকিন৷’’ স্বাধীনতা দিবসে সামাজিক ট্যাবুকে উপেক্ষা করেই মেয়েদের ঋতুস্রাব ও স্যানিটারি ন্যাপকিনের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী৷ মহিলাদের হাতে ১ টাকায় প্যাড পৌঁছে দিতে ১২ হাজার কোটি টাকার প্রকল্প আনছে সরকার৷ 

আরও পড়ুন- ফুড এক্সপোর্টে সহায়ক হতে পারে মোদীর কৃষিবিল! উঠছে বিতর্ক

এদিকে গত ২২ সেপ্টেম্বর মেয়েদের বিয়ের বয়স নির্ধারনের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ প্রধানমন্ত্রী জানান, ‘‘টাস্ক ফোর্স মেয়েদের বিয়ের সঠিক বয়স, তাঁদের স্বাস্থ্য, পুষ্টি, সদ্যজাত সন্তান ও মায়ের পুষ্টির বিষয়টি খতিয়ে দেখছে কমিটি৷’’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =