জনগণের ‘বন্ধু’ হোক আমলারা, সম্পর্ক ‘সুলভ’ করতে প্রশিক্ষণ কেন্দ্রের

জনগণের ‘বন্ধু’ হোক আমলারা, সম্পর্ক ‘সুলভ’ করতে প্রশিক্ষণ কেন্দ্রের

নায়াদিল্লি: দিন কয়েক আগেই দেশের ভাবী আমলাদের  ‘ম্যাক্সিমাম গভর্ন্যান্স, মিনিমাম গভর্নমেন্ট’-এর মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নাগরিক জীবনে সরকারি হস্তক্ষেপ কমিয়ে সামাজিক পরিষেবার পরিসর বৃদ্ধির কথা বলেছিলেন তিনি৷ সরকার চাইছে, জনগণের প্রতি দেশের আমলাদের আচরণ হোক ‘বন্ধুত্ব সুলভ’৷ জনসাধারণের সঙ্গে তাঁদের সম্পর্ক হোক ‘সৌহার্দ্যপূর্ণ’ এবং ‘নৈতিক’৷ সেই উদ্দেশেই আইএএস, আইপিএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) অফিসারদের জন্য সাত দিনের প্রশিক্ষণের বন্দোবস্ত করল কেন্দ্রীয় সরকার৷ 

আরও পড়ুন- বিবাহ বিচ্ছেদের দিন থেকেই খোরপোশ পাবেন স্ত্রী-সন্তান, সুপ্রিম রায়

ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT) সূত্রের খবর, প্রতি বছর ইনসার্ভিস ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করার সময় এই বছরের মডিউলটি অনুসরণ করা হবে৷ অফিসাররা যাতে জনসাধারণের সঙ্গে আরও সহজ ভাবে মিশতে পারে, সে বিষয়টির উপর জোড় দেওয়া হবে৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসে পঞ্চগনিতে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, সচিব পর্যায় পর্যন্ত যে সকল অফিসার চার বছর চাকরি করছেন, তাঁরা সকলেই এই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারবেন৷ রাজ্য ও কেন্দ্র উভয় সরকার অফিসাররাই এই কর্মসূচিতে যোগ দিতে পারবেন৷ এই বিষয়ে DoPT-র মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ তবে এই বিষয়ে জ্ঞাত এক অফিসার জানান, ভিজিল্যান্স বিভাগ ও বেসরকারি সংগঠন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার একটি অভ্যন্তরীন সমীক্ষা চালিয়েছে৷ তাতে দেখা গিয়েছে, আধিকাংশ আমলারাই সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বা সহযোগী নন৷ প্রশাসন রয়েছে লাল ফিতের নিয়ন্ত্রণে৷ প্রসঙ্গত, কয়েক দিন আগে ভাবী আমলাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রশাসনকে লাল ফিতের নিয়ন্ত্রণ-মুক্ত করতে হবে৷ 

আরও পড়ুন- ফের অস্বস্তিতে অর্ণব গোস্বামী, মহিলা পুলিশ অফিসারকে লাঞ্ছনার অভিযোগে দায়ের FIR

সূত্র বলছে, অধিকাংশ সময়ই এই আমলারা জনগণের সঙ্গে সহজে দেখা করতে চান না৷ দেখা করার জন্য তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করেন৷ বেশ কয়েকটি ক্ষেত্রে আবার দেখা গিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে দেখা করার আগে তাঁরা বিস্তৃত প্রোটোকল খাড়া করেন৷ যা জনতাকে সরকারের কর্মকাণ্ড থেকে বিমুখ করে তোলে৷ তাঁদের বারেবারে হতাশ হতে হয়৷ এই সমস্যার সমাধান করতেই আমলাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =