নয়াদিল্লি: করোনা রুখতে জারি হয়েছিল দীর্ঘ লকডাউন৷ লকডাউনের ধাক্কায় জেরবার দেশের অর্থনীতি৷ আর তার প্রভাব পড়েছে নিম্নমধ্যবিত্ত খেটেখাওয়া পরিবারে৷ দীর্ঘ লকডাউন ও আনলক পর্বে কাজ হারিয়েছেন বহু মানুষ৷ কাজ হারিয়ে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন শ্রমিকদের একাংশ৷ এবার সেই সমস্ত শ্রমিকদের জন্য এবার বড়সড় ঘোষণা করতে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার৷
লকডাউনে কাজ হারানো শ্রমিকদের বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র৷ ৩ মাসের বেতনের ৫০ শতাংশ বেকার ভাতা হিসাবে দেওয়ার ভাবনা শুরু করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার৷ জানা গিয়েছে, গত ২৪ মার্চ থেকে যে সমস্ত শ্রমিকরা কাজ হারিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য যারা কাজ হারাতে পারেন, সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের বেকার ভাতা দেওয়া হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে ইএসআইসি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন্দ্রে নয় ভাবনা কার্যকর করা হলে উপকৃত হবেন কমপক্ষে ৮০ লক্ষ শ্রমিক৷
যদিও এই আগে চাকরি হারানোর শ্রমিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাহুল গান্ধী৷ সরাসরি জানিয়েছিলেন, কেন্দ্র সরকার যদি কাজ হারানো মানুষের চাকরি ব্যবস্থা না করে তাহলে চরম সংকটের মধ্যে পড়বে ভারতীয় অর্থনীতি৷ রাহুল গান্ধীর অভিযোগ, মোদি সরকারের পদক্ষেপের অসংগঠিত ক্ষেত্রে কোমর ভেঙে গিয়েছে৷ আগামী দিনে কর্মসংস্থান সৃষ্টি না হলে পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠবে হলে৷ অবিলম্বে নিয়োগের প্রক্রিয়া ও মানুষকে কাজ দেওয়ার চিন্তাভাবনা শুরু করতে হবে বলেও জানিয়েছিলেন তিনি৷ রাহুল গান্ধীর এই অভিযোগের পর কেন্দ্রের তরফে এই ভাবনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷