নয়াদিল্লি: ফের অস্বস্তিতে গান্ধী পরিবার৷ এবার স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে রাজীব ও ইন্দিরা গান্ধী ফাউন্ডেশন৷ দেশের প্রাক্তন দুই প্রধানমন্ত্রী রাজীব ও ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করছে কেন্দ্র৷ রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট, রাজীব গান্ধী ফাউন্ডেশন ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত শুরু করছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ তদন্তের গতির বাড়াতে আন্তঃমন্ত্রক কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ আর তাতেই বড়বড় অস্বস্তিতে পড়েছে গান্ধী পরিবার৷
গত কয়েকদিন ধরে বিজেপি তরফে অভিযোগ করা হচ্ছিল, রাজীব ও ইন্দিরা গান্ধীর নামে হওয়া ট্রাস্টে চিনের থেকে অনুদান এসেছে৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ তদন্তের জন্য আন্তঃমন্ত্রক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ আন্তঃমন্ত্রক তদন্ত কমিটির নেতৃত্বে থাকবে ইডির স্পেশাল ডিরেক্টর৷
রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট, রাজীব গান্ধী ফাউন্ডেশন ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে হবে তদন্ত৷ এই ৩টি সংস্থা কোথা থেকে টাকা পেয়েছে, কারা অনুদান পাঠিয়েছে, কোন দেশ থেকে কত অনুদান এসেছে, চিন থেকে কত পরিমাণ অনুদান এসেছে, তা জানতে এই তদন্ত করা হবে বলে জানা গিয়েছে৷ দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও উঠেছে এই তিন সংস্থার বিরুদ্ধে৷ আয়কর আইন লংঘন হয়েছে কি না, তাও তদন্ত করবে এই তদন্ত কমিটি৷ বিদেশী অনুদান ও আইকন লঙ্ঘনের বিষয়টিও নজর রাখা হবে বলে খবর৷
আন্তঃমন্ত্রক এই তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন ইডির স্পেশাল ডিটেক্টর৷ এছাড়াও কারা এই তদন্ত কমিটিতে কারা থাকবেন তা ঠিক করে দেবে স্বরাষ্ট্রমন্ত্রক৷ তদন্তে যদি কোনও অনিয়ম ধরা পড়ে সে ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়েও শুরু হয়েছে চর্চা৷ ভারত-চিন সীমান্ত সংঘাত আবহে প্রায় প্রতিদিন মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী৷ একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ এবার গান্ধী পরিবারের চাপে রাখতে গান্ধী পরিবারের নামাঙ্কিত তিনটি ফাউন্ডেশনের বিরুদ্ধে কেন্দ্রের তদন্তের নির্দেশ ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক৷