সুখবর! আয়কর থেকে GST, বড়সড় স্বস্তি দেওয়ার পথে কেন্দ্র

সুখবর! আয়কর থেকে GST, বড়সড় স্বস্তি দেওয়ার পথে কেন্দ্র

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব ফেলবে, সেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গোটা দেশে লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি। লকডাউনের এই অবস্থায় দেশবাসীর যাতে অসুবিধা না হয়, সেই প্রতিশ্রুতি আগেই দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এবার আয়কর এবং পণ্য ও পরিষেবা করের (জিএসটি) ক্ষেত্রেও সুবিধা পেতে পারেণ ব্যবসায়ীরা। ‘মানি কন্ট্রোলে’র প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ইনকাম ট্যাক্স, জিএসটির ক্ষেত্রে বড় ছাড় দেওয়ার পরিকল্পনা করছে৷

দেশ জুড়ে লকডাউন জারি হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন দেশবাসী। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিরও বেহাল দশা। এই অবস্থায় প্রায় ১৮ হাজার কোটি টাকা ফেরত পাবেন করদাতারা। এক আধিকারিকের কথায়, 'ফেরতের ক্ষেত্রে ক্ষুদ্র করদাতাদের অর্থ আগে ফেরত দেওয়া হবে। বাকি করদাতাদের ফেরতের অর্থ বিষয়টি আগামী এক সপ্তাহ অথবা ১০ দিন পর দেখা হবে।' যদিও তিনি এও জানিয়েছেন যে, এই তালিকায় অধিকাংশই রয়েছেন ক্ষুদ্র করদাতা। প্রায় ৯৭ শতাংশ। সরকারের তরফে ইতিমধ্যেই কর ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও সংবাদসূত্রে জানা গেছে।

তবে এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে চলতি মাসেই জানানো হয়েছিল, 'দেশজুড়ে করোনা মহামারী পরিস্থিতিতে ব্যবসায়ী এবং ব্যক্তিগত করদাতাদের জন্য আয়কর দফতর নয়া উদ্যোগ নিয়েছে। ফেরতযোগ্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত করদাতাদের দ্রুত ফিরিয়ে দেবে আয়কর দফতর। এর ফলে প্রায় ১৪ লক্ষ করদাতা উপকৃত হবেন। পণ্য পরিষেবা কর এবং সীমাশুল্কের ক্ষেত্রেও যাদের টাকা ফেরত পাওয়া এখনও বাকি আছে, আয়কর দফতর, তাদের সেই টাকাও অবিলম্বে ফিরিয়ে দেবে। এর ফলে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীসহ প্রায় ১ লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান উপকৃত হবে।  আয়কর দফতর থেকে এই বাবদ প্রায় ১৮ হাজার কোটি টাকা দেওয়া হবে।' এর মধ্যে যে প্রায় ৪,২৫০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে, তা ১৫ এপ্রিল জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =