BREAKING: সুখবর! অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন, মেট্রো

BREAKING: সুখবর! অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন, মেট্রো

 

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন ঘোষণা করেও নিয়ন্ত্রণে আসেনি করোনার সংক্রমণ৷ উল্টে টানা ১৯ দিন দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বের শীর্ষ স্থান দখল করে রেখেছে ভারত৷ করোনা বিপজ্জনক হারে বাড়তে থাকলেও অর্থনীতির চাকা ঘোরাতে আনলক পর্বে হেঁটেছে কেন্দ্র৷ আগামী মাস থেকে ‘আনলক-৪’ চালু হওয়ার কথা৷ আর সেখানে লোকাল ট্রেন, মেট্রো চলাচল নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র৷

লকডাউনে ধাক্কা সামলে ধীরে ধীরে আনলক হয়েছে ভারত৷ জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে নগরজীবন৷ আনলক পর্বে বেশ কিছু ছাড় ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷ বেসরকারি অফিস থেকে শুরু করে কল-কারখানা শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ এবার আনলক ৪ পর্বে লোকাল ট্রেন, শপিংমল, সিনেমাহল খোলার বিষয়ে ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷

আনলক পর্বে সাধারণ জনতার একটাই প্রশ্ন ছিল, কবে থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে লোকাল ট্রেন পরিষেবা? কবে থেকে চলবে মেট্রো? এবার সবকিছু ঠিকঠাক থাকলে শর্তসাপেক্ষে লোকাল ট্রেন ও চলতে পারে৷

সরকারি সূত্রে খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন ও মেট্রো চলাচল করতে পারে৷ লোকাল ট্রেন চলাচলে ছাড়পত্র নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা শুরু করেছে স্বারাষ্ট্রমন্ত্রক৷ আনলক-৪ পর্বে মেট্রো চলাচল নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা৷ ৫০ শতাংশ আসনে টিকিট বিক্রি করে লোকাল ট্রেন ও  মেট্রো চলাচলে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র৷ তবে, মেট্রোর ক্ষেত্রে ৫০ শতাংশ আসনে টিকিট বিক্রি ব্যবস্থা কার্যকর করা সম্ভব হলেও লোকাল ট্রেনের ক্ষেত্রে তা কার্যত অসম্ভব৷ ফলে, লোকাল ট্রেনের ক্ষেত্রে ৫০ শতাংশ আসনে কীভাবে যাত্রী পরিষেবা দেওয়া যাবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷

লোকাল ট্রেন  ও মেট্রো চলাচলের পাশাপাশি বেশকিছু সুখবর দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সবকিছু ঠিকঠাক থাকলে খুলতে পারে সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল৷ তবে গোটা বিষয়টি চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়টি রাজ্যের উপর চাপাতে পারে কেন্দ্র৷ আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আনলক-৪ শুরু হওয়ার কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =