যে কোনও সময় হ্যাক হতে পারে আইফোন, ম্যাকবুক-সহ ‘অ্যাপল’-এর নানা পণ্য! সতর্ক করল কেন্দ্র

যে কোনও সময় হ্যাক হতে পারে আইফোন, ম্যাকবুক-সহ ‘অ্যাপল’-এর নানা পণ্য! সতর্ক করল কেন্দ্র

কলকাতা: আপনি কি অ্যাপলের আইফোন ব্যবহার করেন? তাহলে সাবধান! যে কোনও সময় হ্যাক হতে পারে আপনার আইফোন৷ শুধু তাই নয়, হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপলের একাধিক ডিভাইসের৷ এই বিষয়ে আগাম সতর্কতা জারি করল কেন্দ্রীয় সংস্থা ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা ‘সিইআরটি-ইন’। গোটা বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ‘সিইআরটি-ইন’ জানাচ্ছে, অ্যাপলের অনেক পণ্যে ‘রিমোট কোড এগ‌্জিকিউশন ভালনারেবিলিটি’ খুঁজে পাওয়া গিয়েছে, যা হ্যাকারদের সুবিধা করে দিচ্ছে৷ আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা অনেক সহজ হয়ে যাচ্ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, ‘রিমোট কোড এগ্‌জিকিউশন ভালনারেবিলিটি’র ফলে অনেক দূরে থেকেও খুব সহজেই অ্যাপলের পণ্যগুলি নিয়ন্ত্রণ করতে পারবে হ্যাকাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *