হেঁশেলের উত্তাপ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

হেঁশেলের উত্তাপ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি:  মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ চওড়া করে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ মূল্যবৃদ্ধির থাবা পড়ল আমজনতার হেঁশেলে৷ ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণা হওয়ার তিনদিনের মধ্যেই বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় দাম বাড়ল ২৫ টাকা৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়েছে জ্বালানি তেলের দামও৷ সব মিলিয়ে শিরে সংক্রান্তি মধ্যবিত্তের৷ 

আরও পড়ুন- বয়স মাত্র ২৫ বছর, দেশের কনিষ্ঠতম পাইলট এই কাশ্মীরি তরুণী

সাধারণত মাসের ১ তারিখ এলপিজি গ্যাসের দাম ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুসি৷ ১ ফেব্রুয়ারি এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার৷ আজ থেকেই কার্যকর হবে নয়া দাম৷ দিল্লিতে এলপিজি রান্নার সিলিন্ডারের দাম পড়বে ৭১৯ টাকা৷ আগে ছিল ৬৯৪ টাকা৷ লখনউয়ে রান্নার গ্যাসের দাম ৭৩২ টাকা থেকে বেড়ে হল ৭৫৭ টাকা৷ নয়ডায় রান্নার গ্যাসের দাম ৬৯২ টাকা থেকে বেড়ে হল ৭১৭ টাকা৷ মুম্বইয়ে দাম বেড়ে হল ৭১৯ টাকা৷ বুধবার পর্যন্ত কলকাতায় ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। আজ বৃহস্পতিবার থেকে এর দাম বেড়ে হল ৭৪৫.৫০ টাকা।  অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১৫৯৮.৫০ টাকা।

আরও পড়ুন- ‘জল খাবার ছোঁবো না’, অনশনে বসার দেড় ঘণ্টা পরেই উঠে গেলেন প্রধানমন্ত্রীর ভাই

গত ডিসেম্বর মাসে দু’বার এলপিজি গ্যাসের গাম বৃদ্ধি করেছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷ জানুয়ারি মাসে অবশ্য দাম অপরিবর্তিত রাখা হয়৷ ফলে ফেব্রুয়ারি মাসে যে ফের দাম বাড়তে চলেছে, তা প্রায় নিশ্চিত ছিল৷ 

এদিকে পেট্রোল ডিজেলে সেস বসিয়েছে কেন্দ্র। পেট্রোলে আড়াই ও ডিজেলে চার টাকার সেস বসানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ বলেছিলেন সেস বসলেও পেট্রল-ডিজেলের দাম বাড়বে না। কিন্তু সে কথা মিলল না৷ বৃহস্পতিবার নয়া উচ্চতায় পৌঁছল জ্বালানির দামও। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৮৮.০১ টাকা। ডিজেলের দাম লিটার পি্রতি ৩৩ পয়সা বেড়ে হল  ৮০.৪১ পয়সা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *