নয়াদিল্লি: করোনা আবহে বদলে গেল ভারতীয় নির্বাচনী বিধি৷ আগামী বছর বিহারে নতুন নিয়মে ভোট চালু করার পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন! বুথের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ১৯৬১ সালের ভোটের বিধি সংশোধন করে নয়া ব্যবস্থা আনতে চলেছে কমিশন৷ তবে, কোনও রাজনৈতিক দলের মতামত না নিয়ে ভোটের নিয়ম বদল ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷
করোনা আবহে নির্বাচনী বিধি বদল করছে নির্বাচন৷ আসন্ন বিহার নির্বাচনে পোস্টাল ব্যালট ফিরিয়ে আনতে চলেছে কমিশন৷ ইভিএম যন্ত্রে ভোট হলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে৷ বৃদ্ধদের ক্ষেত্রে সেই ঝুঁকি আরো বেশি৷ ফলে, বিহার ভোটে ৬৫ বছরের বা তার বেশি বয়সি ভোটদাতারা চাইলে ইভিএমের বদলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে বৃহস্পতিবার জানিয়েছে নির্বাচন কমিশন৷ ফলে, এখন থেকে ৬৫ বছরের বেশি বয়স্ক ভোটারদের বুথের গিয়ে ভোট দিতে হবে না৷ ৬৫ বছরের উর্ধ্বে ভোটারদের ব্যালটের মাধ্যমে বাড়িতে বসে ভোট দিতে পারবেন বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ তবে এই সুবিধা কোয়ারেন্টিনে থাকা বা করোনা আক্রান্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে৷ করোনা আক্রান্ত ও ৬৫ বছরের উর্ধ্বে ব্যক্তিদের ক্ষেত্রেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর৷
করোনা সর্তকতা বিধি মাথায় রেখে নির্বাচন কমিশনের তরফে নয়া বিধি জারি হতে চলেছে৷ বাড়িতে বসে ভোট দিতে পারবেন প্রবীণরা৷ কেননা করোনায় প্রবীণদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি৷ তাই সেই সতর্কবাণী মাথায় রেখে প্রবীণ ভোটারদের বাড়ি থেকেই ভোট দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে নির্বাচন কমিশন৷ ১৯৬১ সালের ভোটের বিধি বদল করে বিজ্ঞপ্তি জারি করতে চলছে কমিশন৷ তবে রাজনৈতিক দলের মতামত না নিয়ে এভাবে নির্বাচন বিধি বদল ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷ নির্বাচন কমিশন কখনও একতরফা সিদ্ধান্ত নিতে পারে না বলেও মত প্রকাশ করছেন বিরোধী মহল৷