করোনা টিকা আবিষ্কারে বড় সাফল্য ভারতের, নয়া ঘোষণা নীতি আয়োগের

করোনা টিকা আবিষ্কারে বড় সাফল্য ভারতের, নয়া ঘোষণা নীতি আয়োগের

নয়াদিল্লি: করোনা টিকা আবিষ্কারে আরও এক কদম এগোল ভারত৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পর ভ্যাকসিন তৈরির বিষয়ে এবার বড়সড় ঘোষণা করল নীতি আয়োগ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কাল থেকেই শুরু হয়ে যাবে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল৷ জানিয়েছে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ৷

নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, ৩টি ভ্যাকসিনের মধ্যে এটির তৃতীয় দফায় প্রথম ট্রায়াল৷ বাকি দুটি ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়াল চলছে৷ কাল থেকে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হয়ে যাবে বলে সাফ জানিয়ে দিয়েছে নীতি আয়োগ৷

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছিলেন, করোনা মোকাবিলায় ভারত একটি নয়, দুটি নয়, তিন তিনটি করোনা ভ্যাকসিন প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ বিজ্ঞানীরা সবুজ সঙ্কেত দিলে গণহারে উৎপাদন শুরু হবে৷ প্রধানমন্ত্রীর এই ঘোষণার দু'দিন পর নীতি আয়োগের তরফে নয়া ঘোষণা, আশার আলো দেখাচ্ছে৷

আগামীকাল থেকে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হলেও এখনই যে করোনা ভ্যাকসিন বাজারে চলে আসছে, তা অবশ্য নয়৷ কেননা, তৃতীয় দফার ট্রায়াল দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে৷ তৃতীয় দফার ট্রায়ালের পর ভ্যাকসিন কেমন সাড়া দিচ্ছে, তার উপর পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে৷ নীতি আয়োগের তরফ জানানো হয়েছে, বাকি যে ভ্যাকসিনগুলি এখনও ট্রায়াল পর্ব চলছে, সেগুলিও ধাপে ধাপে অগ্রগতি হয়েছে বলেও জানানো হয়েছে৷

তবে এই ভ্যাকসিন তৃতীয় দফার ট্রায়ালের ছাত্রপত্র মেলায় সবকিছু ঠিকঠাক থাকলে বছর শেষে দেশীয় ভ্যাকসিন মিলতে পারে বলে মনে অনুমান পর্যবেক্ষক মহলের একাংশের৷ তবে ভ্যাকসিন বাজারে আনার আগে বেশ কিছু সুরক্ষা বিধি পরীক্ষা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =