বন্ধ পেনশন, ‘বেঁচে আছি’ প্ল্যাকার্ড ঝুলিয়ে সরকারি দফতরে গেলেন ‘মৃত’

বন্ধ পেনশন, ‘বেঁচে আছি’ প্ল্যাকার্ড ঝুলিয়ে সরকারি দফতরে গেলেন ‘মৃত’

আগ্রা: তিনি মারা গিয়েছেন। তাঁর পেনশন বন্ধ হয়ে গিয়েছে। সরকারি খাতায় তথ্য এমনই বলছে। কিন্তু ‘মৃত’ সেই বৃদ্ধ গলায় ‘বেঁচে আছি’ প্ল্যাকার্ড ঝুলিয়ে সরকারি দফতরে হাজির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আগ্রায়। পুরো বিষয় জানতে পেরে হতাশা জাহির করেছেন জেলাশাসক। উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

জানা গিয়েছে, ৭০ বছর বয়সী দীননাথ যাদবকে মৃত দেখানো হয়েছে সরকারি দফতরের খাতায়। আগ্রা চিফ ডেভেলপমেন্ট অফিসের (সিডিও) কর্মীদের এই ভুলে তাঁর পেনশন বন্ধ হয়ে গিয়েছে। গত মার্চ মাস থেকে খাতায়-কলমে তাঁকে মৃত দেখানো হয়েছে, ফলে আটকে গিয়েছে বয়স্ক ভাতা সহ অন্যান্য যাবতীয় সরকারি সুবিধা। এই অবস্থায় ওই ‘মৃত’ ব্যক্তি নিজের জীবিত থাকার প্রমাণ হিসেবে গলায় ‘বেঁচে আছি’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই অবস্থাতেই সোমবার জেলাশাসকের অফিসে যান তিনি। 

ওই ব্যক্তির অভিযোগ, তিনি সম্পূর্ণ সুস্থ। চাষাবাদ করেন। কিন্তু সিডিও অফিসের কয়েকজন কর্মীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। গত দু’বছর ধরে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন তিনি, কিন্তু আচমকা মার্চ মাস থেকে তা বন্ধ হয়ে যায়। পরে জানতে পারেন যে, সরকারি খাতায় তাঁকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। ঘটনার বিবরণ শুনে জেলাশাসক সংশ্লিষ্ট সিডিও অফিসারদের কাছে জবাবদিহি চেয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *